1252. ভিজা বালিকে স্যান্ড বলে--
                
                                    ক) গ্রিন স্যান্ড (Green sand): সাধারণত ভিজা বালিকে গ্রিন স্যান্ড বলে। এটি সিলিকা বালির সাথে ১৮ থেকে ৩০% মাটি এবং ৬ থেকে ৮০% পানি মিশ্রিত করে তৈরি করা হয়। এটি  নরম, হালকা এবং ছিদ্রবিশিষ্ট হয়ে থাকে। সাধারণত সহজ ধরনের এবং ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে এ স্যান্ড ব্যবহৃত হয়।
(খ) ড্রাই স্যান্ড (Dry sand) : সাধারণত শুকনা বালিকেই ড্রাই স্যান্ড বলে বা আর্দ্রতাযুক্ত গ্রিন স্যান্ডকে ড্রাই স্যান্ড বলে। ড্রাই স্যান্ড অধিকতর তাপ সহ্যকারী। ড্রাই স্যান্ড দ্বারা তৈরি মোল্ডের ঢালাইয়ে পিন হোলজাতীয় ত্রুটি থাকে না। ড্রাই স্যান্ড বড় এবং ভারী ঢালাই তৈরিতে ব্যবহার করা হয়
(গ) লোম স্যান্ড (Loam sand) : এ জাতীয় বালিতে ৫০ ভাগ মাটি থাকে। শুকালে এটি বেশ শক্ত হয়। এ প্রকার বালিতে ফায়ার ক্লে, গ্রাফাইট এবং আঁশজাতীয় দ্রব্য মিশানো হয়। লোম স্যান্ড দ্বারা তৈরিকৃত মোল্ডে সাধারণত প্যাটার্ন ব্যবহার করা হয় না। এ বালি পানির সাথে মিশিয়ে পেস্টের মতো তৈরি করা হয় এবং ইটের তৈরি কাঠামোর চতুর্দিকে প্লাস্টারের মতো প্রলেপ দেওয়া হয়। বাইন্ডিং ক্ষমতা বাড়ানোর জন্য গোবরজাতীয় সার এবং চপড স্ট্রে বা আঁশজাতীয় দ্রবা ব্যবহার করা হয়। এতে শতকরা ১৮ হতে ২০% আর্দ্রতা তাকে । চপড স্ট্রে মাংসজাতীয় জিনিসের গুঁড়া
ঘ) ফেসিং স্যান্ড (Facing saad) : মোল্ডের যে তলগুলো গলিত ধাতুর সংস্পর্শে আসবে তাতে যে বালি ব্যবহার করা হয়, তাকে ফেসিং স্যান্ড বলে। নতুন মাটি এবং সিলিকা বালি দ্বারা এটি তৈরি করা হয়।