2. রেফ্রিজারেশন সাইকেলের যে অংশ তরল রেফ্রিজারেন্টকে বাষ্পীভূত করে, তাকে বলে-
ইভাপোরেটর শীতল চক্রের এমন একটি অংশ, যেখানে সামগ্রী এবং শীতল প্রকোষ্ঠের বাতাস থেকে তাপ শোষণ করে হিমায়ন কুণ্ডলীর অভ্যন্ত রে মৃদু চাপে ও হিমেল উষ্ণতায় হিমায়ক বাষ্পীভূত হয়। হিমায়ন কুণ্ডলীর অভ্যন্তরে হিমায়কের সম্পৃক্ত উষ্ণতায় হিমায়ন প্রকোষ্ঠের উষ্ণতা থেকে কম থাকে। ফলে সামগ্রী এবং প্রকোষ্ঠের বাতাস থেকে তাপ হিমায়কের মধ্যে প্রবাহিত হয়।