Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
221. Fine aggregate-এর সর্বনিম্ন Particle size কত? (MOCA-19)
0.75mm
0.0075mm
0.075mm
1mm
222. ১ম শ্রেণির ইটের Crushing strength সর্বনিম্ন কত?[HED-19]
ব্যাখ্যা: ১ম শ্রেণির ইটের Crushing strength-105 kg/cm² ২য় শ্রেণির ইটের Crushing strength-70 kg/cm² ৩য় শ্রেণির ইটের Common building bricks crushing strength-35 kg/cm² Sun dried brick crushing strength-15 kg/cm² Fly ash brick crushing strength-90-100 kg/cm²
70 kg/cm²
125 kg/cm²
105 kg/cm²
140 kg/cm
223. Fine aggregate-এর সর্বোচ্চ Particle size কত?(MOCA-19)
ব্যাখ্যা: Fine aggregate-এর সর্বোচ্চ Particle size 4.75mm এবংসর্বনিম্ন Particle size 0.075mm
2.75mm
6.5mm
4.75mm
1.25mm
224. বালির ২টি নমুনার FM (সূক্ষ্মতা গুণাঙ্ক) যথাক্রমে ২.৫০ ও ২.২৫। সমান অনুপাতে ৬৩ ঘ এই দুই ধরনের বালির মিশ্রণের Combined FM কত? [LGED-19]
ব্যাখ্যা: বালির ২টি অনুপাত Combined FM = (২.৫০×১ + ২.২৫×১)/(১+১) .: = ২.৩৭
২.৩৭
৪.৫০
৪.৭৫
২.৬৫
225. ১.২৫ FM এবং ২.৭৫ FM-এর বালি একত্রে মিশ্রিত করে ১.৭৫ FM-এর বালি পেতে হলে কী অনুপাতে মোটা দানার বালির সাথে মিহি দানার বালি মিশাতে হবে?[R&H-06, MOEF-19]
ব্যাখ্যা: R = (F1-Fcom)/(Fcom-F2)=(1.25-1.75)/(1.75-2.75)=0.5=1/2
১:১.৫
১:২.৫
১:২
১:৩
226. কোনটি Standard sieve?[LGED-19]
ব্যাখ্যা: Standard sieve size গুলো হলো- #4, #8, # 16, #30, # 50, #100
1/2"
#60
#100
#40
227. Brick construction-এর জন্য lime-sand mortar- এর অনুপাত কত হয়?[MOCA-19]
ব্যাখ্যা: ব্রিক কনস্ট্রাকশনে চুন এবং বালির মশলার অনুপাত 1:2 ধরা হয়। অর্থাৎ,। অনুপাত চুন এবং 2 অনুপাত বালি।
1:1
1:2
1:4
1:3
228. একটি মিশ্রিত বালির FM ২.৬ এবং A ও B-এর FM যথাক্রমে ২.৮৫ এবং ২.৫ হলে A:B কত? [MOLE-19]
Note:R=(Fa-Fcom)?(Fcom-Fb)=(2.85-2.6)/(2.6-2.5)=2.5 or, R:1=2.5:1. So, A;b=2.5:1
২:১
২.৫:১
৩:২
229. ASTM No.-4 sieve-এর Opening কত? (MOCA-19)
ব্যাখ্যা: ASTM sieve-এর Opening # 4(4.75mm), # 8(2.36mm) #16(1.18min) ইত্যাদি।
2mm
3.25mm
4.75mm
0.475mm
230. পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুটি উপাদান কী কী?[PWD-2000; PPA-18, MOLE-19]
ব্যাখ্যা : সিমেন্টে প্রায় ৬৩% চুন থাকে। চুনের সঠিক পরিমাণের উপর সিমেন্টের শক্তি এবং জমাটবদ্ধতার সময়ের তারতম্য নির্ভর করে এবং সিমেন্টে প্রায় ২২% সিলিকা থাকে। এটা চুনের উপস্থিতিতে ডাই-ক্যালসিয়াম সিলিকেট ও ট্রাই-ক্যালসিয়াম সিলিকেটে রূপান্তরিত হয়। এটা সিমেন্টের শক্তি বৃদ্ধি করে।
লাইম ও সিলিকা
লাইম ও আয়রন অক্সাইড
সিলিকা ও অ্যালুমিনা
লাইম ও অ্যালুমিনা
231. ২৫ গ্রাম ও ৩০ গ্রাম এর দুইটি বালুর FM যথাক্রমে ১.৫ ও ২.০ হলে মিশ্রিত বালুর FM- --[MOCA-19]
FM=)25*1.5+30*2)/(25+30)=1.77
২.১৬
১.৭৭
১.৮
২.৫
232. Vicat's apparatus cement কোন test করার কাজে ব্যবহৃত হয়? [MOCA-19)
ব্যাখ্যা: Vicat's apparatus সাধারণত Consistency test এবং সিমেন্টের Initial setting time এবং Finial setting time test-এ ব্যবহৃত হয়।
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
233. Length Comparator যন্ত্রটি সিমেন্টের কোন test-এর জন্য ব্যবহৃত হয়?[LGED-19]
ব্যাখ্যা: (1) Length comparator- fineness test, (ii) Vicat apparatus ---consistensy for a, d setting test, (iii) Le chattelier ---Soundness test.
Normal consistency test
Soundness test
Setting time test
Fineness test
234. ভালো ইট তৈরির মাটিতে ক্লে ও সিল্ট-এর পরিমাণ কমপক্ষে শতকরা কত হওয়া উচিত?[MOLE-19]
ব্যাখ্যা: ভালো ইট তৈরিতে মাটির মধ্যে কাদা এবং পলির (silt) পরিমাণ শতকরা ২৫ ভাগ থাকতে হবে।
৫০%
৩০%
80%
২৫%
235. নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান নয়? {DM-19}
ব্যাখ্যা: সিমেন্টের মূল উপাদানগুলো হচ্ছে- (i) ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, (ii) ডাই ক্যালসিয়াম সিলিকেট, (iii) ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, (iv) টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট, (v) ক্যালসিয়াম সালফেট।
Fly ash
Di-Calcium Silicate
Tri-Calcium Silicate
Tri-Calcium Aluminate
236. সিমেন্ট কী?
জোড়ক পদার্থ
উন্নতমানের জোড়ক পদার্থ
কাদাজাতীয় পদার্থ
কোনোটিই নয়
237. ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত? [R&H-06; MODMR-06; BGDCL-17: DM-19]
ব্যাখ্যা: ইটের কাদায় প্রয়োজনীয় উপাদানগুলো হলো- (i) সিলিকা-55% (ii) অ্যালুমিনা-30% (iii) আয়রন অক্সাইড-৪% (iv) ম্যাগনেশিয়া-5% (v) লাইম-1% (vi) জৈব পদার্থ-1%/
৪৫% থেকে ৫০%
৬০%
৩০%
৫৫%
238. ১.৫ কেজি বালির FM = ২.২ এবং ৫০০ গ্রাম বালির FM = ২.০০। মিশ্রিত অবস্থায় বালির FM কত? [DM-19]
[Note: FM= (F1M1+F2M2)/ (M+ M2) ব্যাখ্যা: FM = (1500 ×2.2 + 500 x2 )/( 1500+500)=2.15
২.০৫
২.১০
২.১৫
২.২৫
239. Brick-এর উপর Frog-এর মূল উদ্দেশ্য কী?[MOCA-19]
ব্যাখ্যা: Brick-এর উপর Frog-এর মূল উদ্দেশ্য হলো Mortar bonding ভালো হওয়া বা ইটের জোড়ায় মশলা রাখা ও সংযুক্তিতে সহায়তা করা। তবে নির্মাণকারী প্রতিষ্ঠানের নামের সাক্ষ্য বহন, ধরার সুবিধা দান করা ও সৌন্দর্য বৃদ্ধির জন্যেও ইটে সিলমোহর করা হয়।
প্রস্তুতকারকের নাম
Mortar bonding ভালো হবে
Brick-এর ওজন যাতে বেশি হয়
Insulation ভালো হয়
240. সিমেন্টের কী পরীক্ষার জন্য. Vicat's apparatus ব্যবহৃত হয়? [MOLE-19]
Fineness
Setting time
Specific gravity
Compressive strength