241. নিচের কোন উপাদানটি কাচের স্বচ্ছতা বৃদ্ধি করে? [BBA-20]
ব্যাখ্যা: কাচ প্রধানত সিলিকন ডাই-অক্সাইডের সাথে সোডিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড মিশিয়ে তৈরি করা হয়। এ ধরনের কাচের প্রধান বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা এবং ভঙ্গুরতা।
ব্যাখ্যা: জিপসাম সাদা বা ধূসর বর্ণের পাউডারের মতো এক ধরনের রাসায়নিক সার। এ সারে ১৭ শতাংশ সালফার বা গন্ধক এবং ২৩ শতাংশ ক্যালসিয়াম থাকে। এটি কোমল প্রকৃতির এবং আলোতে কিছুটা চিক চিক করে। সাধারণত মাটিতে গন্ধকের অভাব হলে গাছের সবুজ বর্ণ বিনষ্ট হয়, কাণ্ড সবুজ ও চিকন হয়, পাতা ফ্যাকাশে সবুজ বা হলুদ আকার ধারণ করে। তখন জিপসাম সার প্রয়োগ করা হয়। জিপসাম সারের রাসায়নিক সংকেত হলো CaSO4.2H2O.