ব্যাখ্যা: যে ইনস্ট্রুমেন্টটি এসি সার্কিটে ব্যবহৃত হবে, এর অপারেটিং টর্ক অবশ্যই কারেন্টের বর্ণের সমানুপাতিক হবে। গড় টর্ক ইন্সট্রুমেন্টের মধ্যদিয়ে প্রবাহিত কারেন্টের আরএমএস মানের সমানুপাতিক। অর্থাৎ এসি-তে অ্যামিটার ও ভোল্টমিটার ভোল্টেজের আরএমএস মান পরিমাণ করে।
ব্যাখ্যা: বৈদ্যুতিক এনার্জিকে পরিমাপ করার জন্য এনার্জি মিটার ব্যবহার করা হয়। এনার্জি মিটার ওয়াট-আওয়ার (Wh) বা কিলোওয়াট-আওয়ার (kWh)-এ বৈদ্যুতিক এনার্জিকে পরিমাপ করে।
ব্যাখ্যা: ডাই কাস্টিং (Die casting): এ পদ্ধতিতে স্থায়ী ধাতব মোল্ডের ভিতর উচ্চ চাপের (সর্বোচ্চ 300 kg/cm²) সাহায্যে গলিত ধাতু ঢালাই করা হয়। স্পিডোমিটার, উইন্ডশিল্ড ওয়াইপার, হর্ন পার্টস, কার্বুরেটর ইত্যাদি দ্রব্য উৎপাদনে ব্যবহার করা হয়। এ ছাড়াও ঘড়ি ও স্বর্ণালঙ্কার শিল্পে ব্যবহার করা হয়। স্লাশ কাস্টিং (Slush casting): এটি স্থায়ী মোল্ড পদ্ধতি। কোর ছাড়া ফাঁপা অংশে ঢালাই করতে এ পদ্ধতি ব্যবহৃত হয়। গলিত ধাতু ঢালাইয়ের পর প্রথমে এর বাহিরের তল কিছু গভীরতা পর্যন্ত ঠান্ডা হওয়ার পর মোল্ডকে উল্টিয়ে দেওয়া হয়। ফলে মাঝের গলিত অংশ নিচে পড়ে মাঝের ফাঁপা অংশ তৈরি করে। সিসা, টিন, জিংক প্রভৃতি অলৌহজাত ধাতুর সংকরের খেলনা, পুতুল ও গহনাজাতীয় কাজ করতে এ পদ্ধতি ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউগ্যাল কাস্টিং (Centrifugal casting): উচ্চ গতিতে ঘূর্ণায়মান (1500 rpm) মোল্ডের ভিতর গলিত ধাতু ঢেলে দিয়ে কাস্টিং করা হয়। আবর্তনের ফলে ক্রিয়াশীল কেন্দ্রবিমুখী বল ধাতুকে সঠিক স্থানে স্থাপন করে। লোহার পাইপ, ব্যারেল, স্লিভ, বেলনাকৃতি প্রতিসাম্য আকারের ঢালাই বস্তু উৎপাদনে এ পদ্ধতি ব্যবহার হয়।
86. কোন যন্ত্রের সাহায্যে একটি কোষের তড়িচ্চালক শক্তি নির্ণয় করা যায়?
ব্যাখ্যা: অ্যামিটার: অ্যামিটার দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করা হয়। গ্যালভানোমিটার: গ্যালভানোমিটারের সাহায্যে তড়িৎ-এর অস্তিত্ব নির্ণয় করা হয়। ওহমমিটারঃ ওহমমিটারের সাহায্যে রোধ পরিমাপ করা হয়। পটেনশিওমিটার। পটেনশিওমিটারের সাহায্যে তড়িচ্চালক শক্তি নির্ণয় করা হয়।
90. একটি Ammeter-এর Range প্রসারের জন্য কোন Instrument ট্রান্সফরমার ব্যবহার হয়?
ব্যাখ্যা: নিম্নলিখিত উপায়ে ইনস্ট্রমেন্টের রেঞ্জ বৃদ্ধি করা যায়। যথা- (i) শান্ট (ii) মাল্টিপ্লায়ার (iii) কারেন্ট ট্রান্সফর্মার (iv) পটেনশিয়াল ট্রাপির (v) পটেনমিয়াল ডিভাইডার অ্যামিটারের Range প্রসারের জন্য CT ব্যবহৃত হয়।
92. বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে কোন ওয়েল্ডিং ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: (ক) গ্যাস ওয়েল্ডিং (Gas welding): দুইটি গ্যাসের জলন্ত মিশ্রণ হতে সরবরাহকৃত উত্তাপের মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয়, তাকে গ্যাস ওয়েল্ডিং বলে।(খ) রেজিস্ট্যান্স ওয়েল্ডিং (Resistance welding) : বৈদ্যুতিক ওয়েল্ডিং-এ বৈদ্যুতিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তর করে ঐ তাপ দ্বারা দুটি ধাতব পাতের নির্দিষ্ট অংশকে প্রায় গলন্ত অবস্থায় এনে চাপের মাধ্যমে জোড়া দেওয়ার পদ্ধতিকে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং বলে। (গ) থার্মিট ওয়েল্ডিং (Thermit welding) রাসায়নিক প্রক্রিয়ায় ভারী লোহা বা ইস্পাত খণ্ডকে উত্তাপে গলিয়ে তার মধ্যে বিশেষ উপায়ে তিনভাগ আয়রন অক্সাইড (Fe₂O) এবং একভাগ অ্যালুমিনিয়াম (AI) পাউডার-এর ধাতু মিশ্রণ প্রয়োগ করে চাপ সৃষ্টির মাধ্যমে জোড়া দেওয়ার পদ্ধতিকে থার্মিট ওয়েল্ডিং বলে।
94. বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎশক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
ব্যাখ্যা : বৈদ্যুতিক ঘণ্টায় তড়িৎচুম্বক বা electromagnet ব্যবহার করা হয়। একটি তড়িৎচুম্বকের সামনে হাতুড়ি রাখা হয়। চুম্বক সক্রিয় হলে হাতুড়িকে টানে এবং একটি গোলক চাকতিকে সজোরে আঘাত করে; ফলে ঘণ্টা বাজে কিন্তু হাতুড়ি সামনে এলেই তড়িৎচুম্বকের তড়িত সংযোগ কেটে যায় এবং চুম্বকত্ব চলে যায়। বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎশক্তি শব্দশক্তিতে রূপান্তরিত হয়।
ব্যাখ্যা: হেলিওগ্রাফ একটি ওয়্যারলেস সৌর টেলিগ্রাম, যা একটি আয়না দ্বারা প্রতিফলিত সূর্যালোকের জ্বল জ্বল দ্বারা সংকেত দেয়। ফ্ল্যাশগুলো আয়নাকে পিভট করে, অথবা শাটারের সাথে মরিচায় বাধা দেয়। হেলিওগ্রাফ ১৯ শতকের শেষের দিকে এবং ২০ শতকের প্রথম দিকে দীর্ঘ দূরত্বের মধ্যে তাৎক্ষণিক অপটিক্যাল যোগাযোগের জন্য একটি সহজ ও কার্যকর যন্ত্র। এর প্রধান ব্যবহার ছিল সামরিক, জরিপ এবং বন সংরক্ষণের কাজ।
ব্যাখ্যা: তরল পদার্থবিদ্যাতে বার্নোলি-এর নীতিটি বলেছে যে, তরলের সম্ভাব্য শক্তিগুলোর চাপে হ্রাস বা হ্রাসের সাথে সাথে তরলের গতি বৃদ্ধি পায়, এই নীতিটি ড্যানিয়েল বার্নোলি নামেও পরিচিত।
100. ডিসি অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধির জন্য --- ব্যবহার করতে হয়।
ব্যাখ্যা: অ্যামিটারের রেঞ্জ বৃদ্ধি করার জন্য স্বল্প মানের একটি রোধ প্যারালালে সংযুক্ত করতে হয়, যাকে শান্ট বলে। আবার ভোল্টমিটারের রেঞ্জ বৃদ্ধি করার জন্য উচ্চ মানের রোধ সিরিজে সংযুক্ত করতে হয়।