Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য "এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং" সাবজেক্টের সকল MCQ এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি নিয়োগ, রেজাল্ট, সাজেশন, অনলাইন ক্লাসের জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Environmental MCQ
101. সালেজ-এ অন্তর্ভুক্ত নয়-
রান্নাঘর থেকে নির্গত নোংরা জল
কলতলা ও হাত-মুখ ধৌত করা নোংরা জল
স্নানাগার থেকে নির্গত নোংরা জল
কসাইখানা ও হাসপাতালের অস্ত্রোপচার থেকে থেকে নির্গত তরল
102. স্যানিটারি সিস্টেমে সিউয়ারের সর্বনিম্ন ও সর্বোচ্চ আকার হয়-
৫ সেমি এবং ১০০ সেমি
১৫ সেমি এবং ১২০ সেমি
১০ সেমি এবং ১৮০ সেমি
১০ সেমি এবং ১৫০ সেমি
103. পানি সরবরাহ প্রকল্পের ডিজাইন পিরিয়ড কত ধরা হয়?
25-40 বছর
30-45 বছর
20-35 বছর
15-30 বছর
104. সিউয়ারেজ সিস্টেমে বাংলাদেশে কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
খোলা পদ্ধতি
যুক্ত পদ্ধতি
স্বতন্ত্র পদ্ধতি
আংশিক স্বতন্ত্র পদ্ধতি
105. বিশুদ্ধ পানির pH মান হলো-
ব্যাখ্যা: নিরপেক্ষ পানির pti = 7 এসিডিও পানির pH = 7-এর কম ক্ষারকীয় পানির pH = 7-এর বেশি খাবার পানির pH = 6 থেকে 8.5 শক্তিশালী অ্যাসিড pH = 2 বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কর্তৃক গৃহীত সুপেয় পানির মানমাত্রা- pH মান 6.5-8.5 mg/L ক্ষরতা 0.2 mg/L আর্সেনিক 0.05 mg/L BOD 0.2 mg/L COD 4 mg/L ক্লোরাইড 150-600 mg/L Flouride 1.5 mg/L Iron 0.3 mg/L Magnasia ম্যাগনেশিয়া 0.05 mg/L
6
6.5
7
7.5
106. সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলা হয়-
Whope wall
Wing wall
বাফেল ওয়াল
Pier
107. পানিতে ক্যালগন মিশানোর পরিমাণ-
0.25-1.75 ppm
0.75-2.25 ppm
0.50-2 pmm
1-2.50 ppm
108. যে স্থানে সিউয়ার দিক পরিবর্তন করে সে স্থানে ব্যবহৃত হয়-
Vent Pipe
Trap
Bend Pipe
Soil Pipe
109. মাথাপিছু Garbage-এর পরিমাণ কত কেজি ধরা হয়?
০.১৫-০.২৫
১.০-১.১
০.১-০.২ ০
.৫-০.৭
110. মাথাপিছু সালেজের পরিমাণ কত?
৯০-২২৫ লিটার
৯০-১০০ লিটার
১০০-১৫০ লিটার
৯০-১২৫ লিটার
111. 100 শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য মাথাপিছু পানির চাহিদা-
320 লিটার
445 লিটার
340 লিটার
455 লিটার
112. অবরুদ্ধ পানি ধারক স্তর পর্যন্ত প্রসারিত কূপকে বলে-
অগভীর কূপ
অভিকর্ষ কৃপ
গভীর কূপ
আর্টেসীয় কূপ
113. সবচেয়ে বেশি হেডরুম পাওয়া যায় কোন সিউয়ারে?
ডিম্বাকার সিউয়ারে
আয়তাকার
অধোমুখ ডিম্বাকার সিউয়ারে
ত্রিভুজাকার
114. ১৫ সেমি ব্যাস পর্যন্ত সিউয়ারের স্বধৌত বেগ কত?
১ মি./সেকেন্ড
১.৫ মিটার/সে
০.৭৫ মি./সে
০.৫ মি./সে
115. সিউয়ার অথবা ড্রেনের ভিতরের সর্বনিম্ন অংশকে বলা হয়-
Crude
Infiltration
Vent
Invert
116. পানি সরবরাহ প্রকল্পে অপচয়ের জন্য পানির পরিমাণ-
5-10%
7-14%
10-15%
8-16%
117. অগ্নিনির্বাপণের জন্য পানির পরিমাণ ধরা হয়-
5%
10%
7%
12%
118. স্বয়ংক্রিয়ভাবে পানিকে একদিকে প্রবাহিত করতে ব্যবহার করা হয়-
গেট ভালভ
রিলিফ ভালভ
স্টপ ভালভ
চেক ভালভ
119. সঞ্চিত গ্যাস যাতে বিপরীত জন্য ব্যবহার করা হয়- দিকে আসতে না পারে তার জন্য ব্যাবহার করা হয়
Soil Pipe
Trap
Vent
Headroom
120. সিউয়েজে শতকরা কত ভাগ তরল থাকে?
ব্যাখ্যা: সাধারণত সিউয়েজে ৯৯.৯% হলো পানি এবং ০.১% হলো কঠিন উপাদান।
৯৯%
৮০%
৯৯.১%
৯৯.৯%