সিভিল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য "এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং" সাবজেক্টের সকল MCQ এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি নিয়োগ, রেজাল্ট, সাজেশন, অনলাইন ক্লাসের জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Environmental MCQ
101. সালেজ-এ অন্তর্ভুক্ত নয়-
রান্নাঘর থেকে নির্গত নোংরা জল
কলতলা ও হাত-মুখ ধৌত করা নোংরা জল
স্নানাগার থেকে নির্গত নোংরা জল
কসাইখানা ও হাসপাতালের অস্ত্রোপচার থেকে থেকে নির্গত তরল
ব্যাখ্যা: নিরপেক্ষ পানির pti = 7
এসিডিও পানির pH = 7-এর কম
ক্ষারকীয় পানির pH = 7-এর বেশি
খাবার পানির pH = 6 থেকে 8.5
শক্তিশালী অ্যাসিড pH = 2
বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর কর্তৃক গৃহীত সুপেয় পানির মানমাত্রা-
pH মান 6.5-8.5 mg/L
ক্ষরতা 0.2 mg/L
আর্সেনিক 0.05 mg/L
BOD 0.2 mg/L
COD 4 mg/L
ক্লোরাইড 150-600 mg/L
Flouride 1.5 mg/L
Iron 0.3 mg/L
Magnasia ম্যাগনেশিয়া 0.05 mg/L