সিভিল ইঞ্জিনিয়ারিং এ চাকরি প্রস্তুতির জন্য "এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং" সাবজেক্টের সকল MCQ এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি নিয়োগ, রেজাল্ট, সাজেশন, অনলাইন ক্লাসের জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Environmental MCQ
121. কত মাস পর পর সেপটিক ট্যাংক পরিষ্কার করা উচিত?
ব্যাখ্যা: Water level surface এবং রুফ স্ল্যাবের নিম্নপ্রান্তের মধ্যবর্তী দূরত্বকে ফ্রি-বোর্ড বলে। সেক্ষেত্রে Water level-এর উপর Scum বিবেচনা করা হয় না।
134. বাংলাদেশে গৃহস্থালি কাজে মাথাপিছু পানির পরিমাণ ধরা হয়-
ব্যাখ্যা: (i) ঘর গৃহস্থলির ব্যবহার ১৩৫ লিটার/ মাথাপিছু
(ii) শিল্পে ব্যবহার ৫০ লিটার / মাথাপিছু
(iii) জনসাধারণের ব্যবহার ১০ লিটার / মাথাপিছু
(iv) ব্যবসা বাণিজ্যে ২০ লিটার/মাথাপিছু।
ব্যাখ্যা: যখন দুটি সিউয়ারের লেভের পার্থক্য খুব বেশি হয়, তখন ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়। একটি সিউয়ার পাইপের উচ্চতা অপর আর একটি সিউয়ার পাইপ থকে 0.70m-এর বেশি হলে ড্রপ ম্যানহোল নির্মাণ করা হয়।
ব্যাখ্যা: প্রিকাস্ট সিউয়ারের খাদের বিস্তার নলের বহিঃব্যাস ১৫ সেমি।
স্বস্থানে ঢালাইকৃত সিওয়ারের খাদের বিস্তার নলের বহিঃব্যাস = খাদের সাটারিং পুরত্ব × ২
খাদের বিস্তার ৫৩ সেমি কম হবে না।
খাদের বিস্তার কোনো ক্রমেই ৫৩ সেমি এর কম হবে না। খাদের বিস্তার = নলের বহিঃব্যাস+ 15cm প্রিকাস্ট এর জন্য স্বস্থানে ঢালাইকৃত খাদের বিস্তার নলের বহিঃব্যাস + খাদের
সাটারিং তক্তার।