Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. ব্লিচিং পাউডারে ক্লোরিনের পরিমাণ-
১৫%-২৫%
২৫%-৩৫%
২০%-৩০%
৩০%-৪০%
82. টারবাইন পাম্পের পাম্প ইউনিট কত নিচে থাকে?
14-20 ফুট
18-24 ফুট
24-30 ফুট
20-30 ফুট
83. যৌথ সিউয়ার ডিজাইনের ক্ষেত্রে সাধারণ শুদ্ধ আবহধারা কত গুণ ধরা হয়?
১.৫ গুণ
২গুণ
২.৫ গুণ
২.২৫ গুণ
84. পানি শোধনাগারে ফ্লক (Flock) তৈরির প্রক্রিয়াকে বলে-
ফ্লোকুলেশন
ডিসইনফেকশন
সেডিমেনটেশন
ফিস্ট্রেশন
85. কোনটি স্থায়ী খরতা নয়?
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
86. অস্থায়ী খরতার কারণ-
ব্যাখ্যা: ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের কার্বনেট ও বাইকার্বোনেট দ্রবীভূত থাকলে অস্থায়ী ক্ষরতা দেখা দেয়।
ম্যাগনেশিয়াম সালফেট
ম্যাগনেশিয়াম বাইকার্বনেট
ম্যাগনেশিয়াম ক্লোরাইড
কোনোটিই নয়
87. বাংলাদেশে ব্যবহারযোগ্য পানির তাপমাত্রা কত?
4° সে-10° সে
4.5° সে-10° সে
5° সে-10° সে
5.5° সে-10° সে
88. The water obtained from tube wells is known as-----
ব্যাখ্যা: They extract freshwater from subsurface or deeper groundwater aquifers. The approach can include both creating new boreholes and tube wells (for example as a drought response measure), or deepening or rehabilitating existing ones.
surface water
sub-surface water
run-off
portable water
89. The water bearing strata layers of sand, gravel etc. is called-
ব্যাখ্যা: An aquifer is an area of rock underneath the surface of the earth which absorbs and holds water.
an aquifer
an aquifuge
an aquiclude
zone of saturation
90. ভবিষ্যৎ জনসংখ্যা নিরূপণের নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি?
বৃদ্ধির গড় বৃদ্ধি পদ্ধতি
শতকরা বৃদ্ধির হ্রাস পদ্ধতি
গড় শতকরা বৃদ্ধি পদ্ধতি
গড় বৃদ্ধি পদ্ধতি
91. নিচের কোনটির উপস্থিতিতে পানির স্থায়ী খরতা হয়?
ব্যাখ্যা: ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম-এর ক্লোরাইড (CT) ও সালফাইড দ্রবীভূত থাকলে পানির স্থায়ী ক্ষরতা দেখা দেয়।
ক্যালসিয়াম বাইকার্বনেট
ক্যালসিয়াম সালফেট
ক্যালসিয়াম কার্বনেট
কোনোটিই নয়
92. কোন আকৃতির সিউয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
অর্ধবৃত্তাকার
আয়তাকার
বৃত্তাকার
ত্রিভুজাকার
93. তঞ্চনকারী পদার্থ নয়-
অ্যালুমিনিয়াম সালফেট
সোডিয়াম অ্যালুমিনেট
ফেরিক সালফেট
ক্যালসিয়াম সালফেট
95. For irrigation purpose the pH value of water should be-.
ব্যাখ্যা: The pH of your growing medium can be acidic, basic or alkaline, or neutral; generally, plants thrive with a pH of about 5.5 to 6.5. But the pH value of water for irrigation purpose should be between 6 and 8.5.
between 3 and 6
between 6 and 8.5
between 8.5 and 11
more than 11
96. The most common method of disinfection of water used in Bangladesh is-
ব্যাখ্যা: Chlorination, ozonation and chloramines are primary methods for disinfection. However potassium permanganate, photocatalytic disinfection and chlorine di-oxide can also be used. But the most common sanitizing treatment for wells is shock chlorination.
ozonation
UV radiation
chlorination
solar system
98. A useful soil moisture for plant growth is-
ব্যাখ্যা: Capillary action is the same effect that causes porous materials, such as sponges, to soak up liquids Capillarity is the primary force that enables the soil to retain water, as well as to regulate its movement.
capillary water
gravitational water
hygroscopic water
all of these
99. প্রতি লিটার পানিতে ফিটকিরি (Alum) মিশানোর মাত্রা কোনটি?
7 মি.গ্রা
6 মি.গ্রা
14 মি.গ্রা
12 মি.গ্রা
100. The turbidity in water is caused due to-
ব্যাখ্যা: Turbidity is caused by particless suspended or dissolved in water that scatter light making the water appear cloudy or murky. Particulate matter can include sediment sepecially clay and sit, fine organic and inorganic matter, soluble colored organic compounds, algae and other microscopic organisms
silt clay
finely divided
organic matter
all of these