Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
161. ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহকৃত সুপেয় পানির উৎস হচ্ছে-
ব্যাখ্যা: বর্তমানে ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহকৃত সুপেয় পানির ৮৭% গ্রাউন্ড ওয়াটার এবং ১৩% সারফেস ওয়াটার হতে পরিশুদ্ধ করা হয়ে থাকে।
সারফেস ওয়াটার ও গ্রাউন্ড ওয়াটার
গ্রাউন্ড ওয়াটার
সারফেস ওয়াটার
রেইন ওয়াটার
162. বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কোনটি?
ব্যাখ্যা: পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা বাংলাদেশে প্রতি লিটারে দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় এর পরিমাণ দশমিক শূন্য এক মিলিগ্রাম প্রতি লিটারে।
০.৩ পিপিএম
০.০৫ পিপিএম
০.৫ পিপিএম
০.০৩ পিপিএম
164. Sewerage system সাধারণত কত বছরের জন্য design করা হয়?
ব্যাখ্যা: Sewerage system-এর মধ্য দিয়ে Sewer নির্গমনের জন্য সাধারণত ২৫ বছরের জন্য ডিজাইন করা হয়ে থাকে।
১০ বৎসর
১০০ বৎসর
৫০ বৎসর
২৫ বৎসর
165. Hydrogen sulphide-এর কারণে পানিতে সৃষ্টি হয়-
ব্যাখ্যা: হাইড্রোজেন সালফাইড (H₂S) একটি বর্ণহীন, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস। এটা বাতাসের থেকে ভারী, বিষাক্ত, ক্ষয়কারক, দাহ্য ও বিস্ফোরক পদার্থ। জলাশয় ও স্যাঁতসেঁতে স্থানে অক্সিজেনের অনুপস্থিতিতে জৈব পদার্থের ব্যাকটেরিয়া ভাঙনে হাইড্রোজেন সালফাইড উৎপন্ন হয়। পানিতে হাইড্রোজেন সালফাইডের উপস্থিতির কারণে পানিতে দুর্গন্ধের সৃষ্টি হয়।
Alkalinity
Acidity
Bad taste
Colour
166. কোনটি সিউয়েজ নিষ্কাশন ব্যবস্থা নয়?
যুক্ত পদ্ধতি
আংশিক স্বতন্ত্র পদ্ধতি
স্বতন্ত্র পদ্ধতি
আংশিক যুক্ত পদ্ধতি
167. পানির pH 6.5 হলে তা-
ব্যাখ্যা: পানির pH এর মান 7 থেকে কম হলে এসিড বা অম্লীয় এবং 7 থেকে বেশি হলে ক্ষারকীয়।
ভারী পানি
ক্ষারীয় পানি
নিরপেক্ষ পানি
অম্লীয় পানি
কোনোটিই নয়
168. নিচের কোনটি Water supply system-এর উপাদান নয়?
Sanitation system
Distribution system
Treatment system
Source of supply
169. Manhole cover-এর সর্বনিম্ন ব্যাস-
ব্যাখ্যা : ম্যানহোল কভারের ব্যাস সর্বনিম্ন 22 in (56cm)- এর কম হওয়া উচিত নয়। কিন্তু কিছু ক্ষেত্রে 60 in (1.5) ব্যাসে ব্যবহার করা হয়ে থাকে।
100cm
50cm
75cm
25cm
170. দৈনিক মাথাপিছু গড় বাস্তুজ সিউয়েজের পরিমাপ কত ধরা হয়?
ব্যাখ্যা: i) সেপটিক ডিজাইনের সময় মাথাপিছু সিউয়েজ ৭৫-৮৫ লিটার (ii) দৈনিক মাথাপিছু গড় বাস্তুজ সিউয়েজ ৯০-১৩৫ লিটার।
৮০-২৫
১১০-১৫৫
৯০-১৩৫
১০০-১৪৫
171. গৃহস্থালি সরবরাহে পানিতে সর্বোচ্চ অনুমোদিত ক্লোরাইডের পরিমাণ কত?
ব্যাখ্যা: সাধারণত পানিতে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ ২৫০ পিপিএম পর্যন্ত অনুমোদানযোগ্য।
২৫০ পিপিএম
৩৫০ পিপিএম
৪৫০ পিপিএম
৫৫০ পিপিএম
172. নিরাপদ খাবার পানির BOD হতে হবে-
ব্যাখ্যা: দূষিত পানির BOD-এর মান বিশুদ্ধ পানির চেয়ে বেশি।সাধারণ পানির BOD-এর মান 3-5 পিপিএম।
0 পিপিএম
2.0 পিপিএম
1 পিপিএম
1.5 পিপিএম
173. ETP বলতে কী বুঝায়?
ব্যাখ্যা: ইটিপি হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করা হয়।
Emergency Treatment Plant
Energy Transition Plant
Equalization Transfer Plant
Effluent Treatment Plant