22. লোডেড অবস্থায় অল্টারনেটরের Voltage Drop-এর কারণ?
ব্যাখ্যা: লোডেড অবস্থায় অল্টারনেটরের Voltage Drop হয় তিনটি কারণে- -আর্মেচার ওয়াইন্ডিং-এর রেজিস্ট্যান্স (R) এর কারণে আর্মেচার লিকেজ রিয়্যাকট্যান্স (X) এর কারণে আর্মেচার রিয়্যাকশন ইফেক্ট (X) এর কারণে।
31. Frequency দ্বিগুণ করলে একটি transformer এর কোন lossটি দ্বিগুণ হয়?
ব্যাখ্যা: Hysteresis loss, W, Khj(B/ Watt, এখানে, Hysteresis loss, frequency-এর সাথে সমানুপাতিক। তাই frequency দ্বিগুণ হলে Hysteresis loss-ও দ্বিগুণ হবে।
35. একটি 3-phase distribution Transformer-এর primary secondary connection কী ধরনের হয়?
ব্যাখ্যা: 3-distribution transformer- Primary Secondary- তে এ-৮ সংযোগ প্রদান করা হয়। কেননা, ডিস্ট্রিবিউশন সাইডে প্রাইমারিতে তিনটি তারের সাহায্যে ব্যালেন্স লোড সরবরাহ করা হয় এবং সেকেন্ডারিতে তিনটি তারের পাশাপাশি ৪র্থ তার হিসেবে নিউট্রাল প্রয়োজন হয় বলে সেকেন্ডারিতে Y সংযোগ প্রদান করা হয়।
ব্যাখ্যা: Transformer-এর Power loss দুই প্রকার- (i) Iron loss, ii) Copper loss. আবার, Iron loss-কে দুইভাগে ভাগ করা হয়েছে- -Eddy current loss, -Hysteresis loss.
39. Synchronous condenser বলতে কী ধরনের Machine-কে বুঝায়?
ব্যাখ্যা : Synchronous condenser এক ধরনের Synchronous motor, যার পাওয়ার ফ্যাক্টরের ধরন লিডিং। তাই পাওয়ার ফ্যাক্টর করেকশনে Synchronous condenser ব্যবহার করা হয়।
40. ৩ ফেজ ৪-ওয়্যার সার্ভিসের জন্য ট্রান্সফরমারের কোন সংযোগটি সবচেয়ে উপযুক্ত হবে?
ব্যাখ্যা: ডিস্ট্রিবিউশন সাইডে ট্রান্সফর্মারের ১-৮ সংযোগটি অধিক ব্যবহৃত হয়। এক্ষেত্রে প্রাইমারিতে এ সংযোগ এবং সেকেন্ডারিতে ৮ সংযোগ প্রদান করা হয়। সাধারণত তিনটি তারের সাহায্যে প্রাইমারিতে ব্যালেন্স লোড সরবরাহ করা হয়।