এস্টিমেটিং এন্ড কস্টিং MCQ
261. সারাবছর যে পুকুরে পানি থাকে তাকে বলা হয়-
ব্যাখ্যা: সারা বছর যে পুকুরে পানি থাকে, তাকে পিরিনিয়াল পুকুর বলে। এ সকল পুকুর থেকে সারা বছর পানির সেচও দেওয়া যায়।
262. ইট বিছানো সড়কে সাধারণত ইট সাজানো পদ্ধতিকে বলা হয়-
ব্যাখ্যা: হেরিং মাছের কাঁটার মতো যে বন্ড সাজানো হয়, তাবে হেরিংবোন বন্ড বলে। এতে ইটগুলো আনুভূমিকভাবে না সাজিয়ে ৪৫° কোণে সাজানো হয়।
263. গোলাকার পাইপের Surface area বের করতে কোন সূত্র ব্যবহার করতে হয়?
ব্যাখ্যা: আমরা জানি π=22/7
surface of the area pipe
πr^2 = 22/7 x r^2
264. ১ ব্যাগ সিমেন্টের ওজন কত পাউন্ড?
ব্যাখ্যা: 1 bag cement = 50 kg
= (50x2.204)IB
= 110.2 IB
= 112 IB (Ans.)
265. ৬’-০" লম্বা CI Sheet-এর 1 - bundle এর জন্য - [MOCA-19]
ব্যাখ্যা
1boundle = 72ft
=72/6= 12 nos
266. ১:৬ অনুপাতে ১৫'-০" লম্বা, ৯'-০" চওড়া ও ১০" পুরু একটি ইটের গাঁথুনি করতে প্রতি ঘনমিটার ৩০০০.০০ টাকা হিসাবে খরচ পড়বে- [MOCA-19]
ব্যাখ্যা: Volume = (15 x9 x 10)/ 12=112.5 ft^3=3.18m^3. 1 ঘনমিটারে খরচ পড়বে 3000 টাকা
..3.18 ঘনমিটারে খরচ পড়বে (3000×3.18)= 9,564.27 টাকা
267. ১০০ বর্গফুট HBB-এর জন্য ইটের প্রয়োজন- [MOCA-19]
ব্যাখ্যা:100×5=500
268. এক মিমি পুরো ১০০ বর্গমিটার এমএস প্লেইন শিটের ওজন কত? [BSCIC-19, BBA-19]
ব্যাখ্যা: প্লেইন শিটের মোট আয়তন= 1×100/1000=0.1 ঘনমিটার
প্রতি ঘনমিটারে শিটের ওজন = 7850 kg
শিটের ওজন = 0.1x7850=785 kg.
269. Whitewashing-এ যে lime ব্যবহার করা হয় তা কোন ধরনের?
270. ৫০ মিমি × ৮ মিমি এক কুইন্টাল এমএস ফ্লাটবারের।দৈর্ঘ্য কত? [BBA-19; BSCIC-19)
ব্যাখ্যা: ফ্লাটবারের দৈর্ঘ্য= ওজন/(বারের ক্ষেত্রেফল *স্টিলের ঘনত্ব )=(1x100)/ (0.05 0.008) x 7850 = 31.85 মিটার
271. কোনো বাঁধের উপরিভাগ ৬ মি., উচ্চতা ২ মি. এবং ঢাল১৪২ হলে বাঁধের বিস্তার কত? [DM-19]
ব্যাখ্যা: B = 6+2sh=6+2x2x2 = 14m
272. ১ হেক্টর সমান কত একর?
ব্যাখ্যাঃ 1হেক্টর = 10,000 m² = 2.47 একর।
273. ১৪৬ অনুপাতে ১৫' × ৯' × ১০" দেওয়ালটি তৈরি করতে সিমেন্ট লাগবে-[MOCA-19]
10 ব্যাখ্যা: Sample wt = (15x9x10)/2=112.5 sq. ft
Dry wt =112.5x0.35 = 39.375 sq. ft
Sum of ratio=1+6=7
Sand = (39.375 x1 x0.8)/ 7=4.50 ব্যাগ
274. ৬০০ মিমি ডায়া ও ৩০ মি. দীর্ঘ একটি কাস্ট-ইন-সিছু পাইল ১৪ ১.৫ ৪৩ অনুপাত ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন- [MOCA-19]
Note:
Tot, V= π/4*(0.6)62*30= 8.478 m63
Dry, V= 8.478*1.5= 12.717 m^3
So, Cement= (12.717*1.30)/5.5=75 bag
275. W/C-এর অনুপাত ০.৪৫, ১ ব্যাগ সিমেন্টে পানির প্রয়োজন? [MOCA-19]
ব্যাখ্যা।
অনুপাত= পানি (W)/সিমেন্ট বা, ০.৪৫=W/50= ২২.৫ লিটার
276. গভীর নলকূপ স্থাপনে নিচের কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
277. কোন ধরনের পুকুর মাছ চাষের জন্য সবচেয়ে উপযোগী?
278. পুকুরে মাটি কাটার প্রিজময়েডাল সূত্র হলো-
ব্যাখ্যা:
পুকুরের মাটি কাটার প্রিজময়ডাল সূত্র।
যেখানে, K= পুকুরের গভীরতা
A₁ = পুকুরের উপরিভাগের ক্ষেত্রফল
A2= পুকুরের নিচের ভাগের ক্ষেত্রফল
Am = (গড় দৈর্ঘ্য x গড় প্রন্থ)
279. ১: ৫:৩ অনুপাতের ২.৮ ঘনমিটার কংক্রিটে বালুর পরিমাণ- [MOCA-19]
ব্যাখ্যা: Dry Volume= 2.8 x 1.5 = 4.2m^3
Sum of Ratio = 1+5+3=9
Sand=(4.2*314)/9= 49.4 cft = 50 cft
280. ১৪২৪৪ অনুপাত ১০০ ঘনফুট কংক্রিটের সিমেন্টের প্রয়োজন- (R&H-01, LGED-19. DM-19, MODMR-04, BBA-19, BSCIC-49)
ব্যাখ্যা: Dry v = 100 ×1.5= 150 ft^3
Sum, of ratio=1+2+4=7
Cement= (150x1x0.8)/7= 18 ব্যাগ