এস্টিমেটিং এন্ড কস্টিং MCQ
201. দেয়ালে প্লাস্টারের অনুপাত হলো-
ব্যাখ্যা: বিভিন্ন প্লাস্টার অনুপাত:
(1) ইটের দেওয়ালে / দেওয়ালে= 1.6
(ii) স্টান্ডার্ড প্লাস্টার অনুপাত = 1:4
(iii) যে-কোনো RCC পৃষ্ঠে = 1:4
(iv) CC-তে প্লাস্টারে অনুপাত = 1:6
(v) ছাদে প্লাস্টারে অনুপাত= 1:3 বা 1:4
202. ড্যাডো কেন ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: অতিরিক্ত সিমেন্ট দিয়ে প্লাস্টারকৃত দেওয়ালের নিম্ন অংশকে ড্যাভো বলে। এটি প্লাস্টারকে অধিকতর প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন করে তোলে। এটি মেঝে বা দেওয়ালের থেকে পানি শোষণ রোধের জন্য ব্যবহৃত হয়।
মেঝে থেকে পানি শোষণ রোধের জন্য
মেঝেকে স্যাঁতসেঁতে রাখার জন্য
দ্রুত প্লাস্টার করার জন্য
203. ছাদে প্লাস্টারের অনুপাত হলো-
204. বর্গাকার কলামে প্রধান চারদিকে ঘুরানো রডকে বলা হয়-
ব্যাখ্যা: বর্গাকার/আয়তাকার কলামের প্রধান রডের চারপাশে যে রডকে ঘুরানো হয়, তাকে টাইরড বলে।
এর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র:2 (A+B) + 30cm
205. রাজউকের নিয়ম অনুসারে ৩ কাঠার প্লটের কত অংশে ইমারত নির্মাণ করা যায়?
ব্যাখ্যা: রাজউকের নিয়ম অনুসারে ও কাঠা প্লটের 65% অংশে ইমারত নির্মাণ করা যায়।
206. ৫ মিমি পুরু ১ বর্গমিটার কাচের ওজন-
ব্যাখ্যা : আয়তন = 1× 5/1000 m^3 = 0.005 m^3
কাচের ওজন = (0.005×2690)
=12.45kg (1m^3কাচ = 2690 kg)
207. ইটের গাঁথুনির কাজে কত বর্গমিটার ফাঁকা স্থান বাদ দেওয়া হয় না?
ব্যাখ্যা: ইটের গাঁথুনির কাজে-
i 0.1m² পরিমাণ ফাঁকার জন্য কোনো বিয়োগ হয়
ii) 0.05m² প্রস্থচ্ছেদবিশিষ্ট বিম, লিন্টেল ইত্যাদি বিয়োগ হয় না।
208. প্লাস্টারের কাজে কত বর্গমিটার পর্যন্ত ফাঁকা জায়গা বাদ দেওয়া হয় না?
ব্যাখ্যা:
আন্তর/প্লাস্টার কাজের জন্য-
(i) 0.5m² পর্যন্ত ফাঁকা অংশ বাদ দেওয়া যাবে না।
(ii) 0.5m² হতে 3m² পর্যন্ত ফাঁকা অংশের উভয় পাশে আস্তর করা হলে এক পাশের মাপ বাদ দেওয়া হয়। এবং Jamb Sill-এর জন্য অপর পাশ ধরা হয়।
(iii) 3m²-এর অধিক ফাঁকা হলে আস্তরের জন্য সম্পূর্ণটাই বাদ দেওয়া হয় কিন্তু Jamb এবং Sill আলাদাভাবে যোগ করতে হয়।
209. আরসিসি বিশেষ অনুপাত-
210. প্রাক্কলন বলতে বুঝায়-
ব্যাখ্যা: প্লাক্কলন/এস্টিমেটিং: সাধারণত কোনো কাঠামো নির্মাণের বিভিন্ন অংশ, বিভিন্ন সামগ্রী ও শ্রমশক্তি নিয়োগ, গুণগত, মানসম্মত এবং বাজার দরের সম্ভাব্য মূল্য নির্ণয় ও তথ্য সরবরাহ করাকেই প্রাক্কলন/এস্টিমেটিং বলে।
211. ২৪ গেজি শিটের ১ কুইন্টাল বান্ডিলের দৈর্ঘ্য হয়-
ব্যাখ্যা: 24 গেজি শিটের। কুইন্টাল বান্ডিলের দৈর্ঘ্য 21.50m হতে 22.50m হয়। প্রতি বান্ডেল ঢেউটিনে প্রায় 15.00㎡ জায়গা আবৃত করা যায়।
212. ২৪ গেজি সিআই শিট প্রতি বর্গমিটারের ওজন-
213. ACI Code অনুসারে Column-এর Minimum Longitudinal reinforcement কত?
ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী Column-এর Minimum longitudinal reinforcement 1% এবং সর্বোচ্চ ৪৭%।
214. কোনো কালভার্টের মোট ঢালাই যদি ১০,০০০ ঘনফুট হয় এবং তাতে ৫% রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়, তাহলে কত কুইন্টাল রিইনফোসমেন্ট লাগবে?
Note: ১০,০০০ × ৫/১০০×৪৯০ = ২৪৫০০০ কেজি
= ১১১৫ কুইন্টাল
215. Departmental charge দালান খরচের-
216. সেপটিক ট্যাংকের প্রথম কক্ষকে বলা হয়-
ব্যাখ্যা: সেইফটি ট্যাংকে ইন্সপেকশন চেম্বারের পর যে ১ম কঙ্কটি থাকে, তাকে গ্রিট চেম্বার বলে।
217. ঘরের ছাদে পানিরোধক হিসাবে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: DPC-এর পূর্ণরূপ হলো-Damp Proof Course/আর্দ্রভারোধী স্তর/পানি নিরোধক স্তর। প্লিস্থ জালানার সিল, ছাদ, মেঝে ইত্যাদিকে পানি নিরোধক করার জন্য DPC ব্যবহৃত হয়।
218. রংকরণে সম্পূর্ণ কাঠের পাল্লায় উভয় পৃষ্ঠের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের -
ব্যাখ্যা: পাল্লার উভয়পৃষ্ঠের রডের জন্য এক পৃষ্ঠের ক্ষেত্রফলের গুণ।
(i) সম্পূর্ণ কাচের শুণ
(ii) আংশিক প্যানেল/আংশিক কাচ ২ গুণ
(iii) সম্পূর্ণ কাঠের = 2 গুণ
(iv) ফ্লাশ দরজা= 2 গুণ
(৩) প্যানেল দরজা = 2.25 গুণ
(vi) ভেনিশিয়ান / লুভার্ড দরজা = 3 গুণ
219. ঘরের মেঝে স্যাঁতসেঁতে না হওয়ার জন্য Plinth Level-এ দেয়ালে নিচে দেওয়া হয়-
ব্যাখ্যা: ঘরের মেঝে দেওয়ালের মাটি থেকে আর্দ্রতা প্রবেশ বন্ধের জন্য/স্যাঁতসেঁতে না হওয়ার জন্য প্লিজ লেভেলে DPC (Damp Proof Course) দেওয়া হয়।
220. প্রভারিত সংস্থার ব্যয় দালান খরচের-
Showing
201
to
220
of
345
results
Test Mode
Reading Mode