142. W/C এর অনুপাত ০.৪৫, ১ ব্যাগ সিমেন্টে পানির প্রয়োজন
0.80 = পানি /50
পানি = ২২.৫ লিটার।
উত্তর অহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. W/C এর অনুপাত 0.45, 1 bag Cement এ পানির প্রয়োজন 22.5 litre.
2. Concrete এর শক্তিকে প্রভাবিত করে কোনটি W/C ratio.
3. W/C means - Water / Cement.
4. 1 gallon = 10 lb.
M₁s গ্রেড কংক্রিটের mix ration ১:২:৪। অর্থ্যাৎ M15 গ্রেড কংক্রিট ১ ভাগ সিমেন্ট, ২ ভাগ বালি ও ৪ ভাগ কংক্রিটের মিশ্রণে তৈরি করা হয়।
উত্তর সহ কয়েকটি গুরুত্বপুন প্রশ্ন
1. M15 গ্রেড concrete এর mix ratio 1:2:4.
2. M20 grade concrete এর mix ratio - 1:1.5:3.
3. M25 grade concrete এর mix ratio 1:1:2.
4. M25 means - 25 N/mm^2.
বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (BNBC) মূলত বিভিন্ন ধরনের কোড নির্দেশ করে থাকে। যে কোনো ধরনের Structure ডিজাইন করতে BNBC কোড বা বিধি মেনে করতে হয়। এতে Structure- এর সর্বোচ্চ Accuracy পাওয়া যায়।
উত্তর সহ কয়েকটি শুরু হলুন প্রশ্ন
1. BNBC নির্দেশনা করে Maximum Requirement.
2. BNBC means Bangladesh National Building Code.
3. ACI means American Concrete Institute.
4. ASTM American Society for Testing and Materials.
ঘনফুট লোহার ওজন 233 কেজি বা 490 Ib।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্ন
1. এক ঘনফুট লোহার ওজন - 490 lb.
2. 1 ঘনমিটার লোহার ওজন - 7850 Kg.
3. ১ মিটার দৈর্ঘ্যের ১৬ মিমি রডের ওজন কত - 1.58 kg
4. 1 ton = 1000 Kg.
5. 1 কুইন্টাল = 100 Kg.
6. লোহার একক ওজন নির্ণয়ের সূত্র = D 2mm/162.2 Kg/m.
7. 1 m দৈর্ঘ্যের 12 mm লোহার ওজন কত 0.888 kg
149. এক বর্গমিটার জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত -
একস্তর ইটের এক বর্গ মিটার জায়গা হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন ৫২ টি।
চর সহ কয়েকটি অনুরণ শুরুত্বপূর্ণ প্রশ্ন
1. 1 বর্গমি, জায়গা হেরিং বোন বন্ড করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা 52 টি।
2. 5" পুরু Brick work এর জন্য cement Sand Mortar এর অনুপাত কত- 1:4
3. গাঁথুনির কাজে শুকনো মসলার আয়তন মোট কাজের কত ভাগ ৩৫৯%
4. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত-
5. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন- 410 টি।
6. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন 500 টি।
7. ৫০০ মিটার লম্বা এবং ২ মিটার উঁচু সীমানা প্রাচীর তৈরির জন্য প্রয়োজনীয় ইটের সংখ্যা হল 52000
৪. 1 বর্গমিটার জায়গায় one layer brick flat soling এর জন্য কতটি ইটের প্রয়োজন 31 টি।
9. 1 বর্গমিটার জায়গায় One layer Herring Bone Bond এর জন্য কতটি ইটের প্রয়োজন 52 টি।
150. এক ঘনমিটার Reinforced Cement Concrete-এর ওজন কত?
23.60kn/m x 1000N/kn × ¼.45 ×1/3.20
= 2400 kg/ 150 lb
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. এক ঘনমিটার RCC এর ওজন কত- 2400 kg.
2. স্টিলের একক ওজন কত- 7850 Kg/m^3.
3. Cement এর একক ওজন কত--1440 Kg/m^3.
4. ইটের একক ওজন কত- 1110 Kg/m^3.
5. ইটের গাঁথুনির একক ওজন কত- 1920 Kg/m^3.
উত্তর সহ কয়েকটি অনুরূপ ভেরুত্বপুন প্রশ্ন
1. স্টিলের একক ওজন কত - 7850 Kg/m^3.
2. Cement এর একক ওজন কত - 1440 Kg/m^3.
3. ইটের একক ওজন কত - 1110 Kg/m^3.
4. এক ঘনমিটার পানি সমান - 1000 লিটার পানি।
ইটের সাইজ = 254mm × 127mm x 76mm
কাজের পরিমাণ= 1 m³
মোট ইট লাগবে = 1/0.254×0.127×0.076
= 393.70079
= 400 Pcs
উত্তর সহ কয়েকটি অনুরুল চেরুত্বপুন প্রশ্ন
1. এক ঘনমিটার brick masonry কাজে কয়টি ইট লাগে- 410 টি।
2. 5" পুরু Brick work এর জন্য Cement Sand Mortar এর অনুপাত কত- 1:4.
3. গাঁথুনির কাজে শুকনো মসলার আয়তন মোট কাজের কত ভাগ ৩৫%.
4. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 1:6.
5. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন- 410 টি।
6. 1 ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন 500 টি।
7. 1 বর্গমিটার জায়গায় one layer brick flat soling এর জন্য কতটি ইটের প্রয়োজন 31 টি।
৪. 1 বর্গমিটার জায়গায় One layer Herring Bone Bond এর জন্য কতটি ইটের প্রয়োজন 52 টি।
156. মাটির কাজের পরিমাণ নির্ণয়ে নিচের কোন সূত্রটি তুলনামূলকভাবে নির্ভরযোগ্য?
প্রিজময়েভাল সূত্রের সাহায্যে অপেক্ষাকৃত মাটির কাজের আয়তন নির্ণয় করা হয়। কারণ, প্রিজময়েডাল সূত্রের সাহায্যে আয়তন নির্ণয়ের জন্য বেশি সংখ্যক সেকশন বিবেচনা করা হয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Soil এর Settlement নির্ণয়ের জন্য কোনটি ব্যবহার করা হয় Compression index.
2. সাধারণত কোন মাটিতে কনসলিডেশন টেস্ট করা হয় - কাদা।
3. কোন ফর্মুলাটি ব্যবহার করলে শ্রমিকরা আর্থিকভাবে লাভবান হবে? – গড় প্রস্থচ্ছেদ ফর্মুলা ?
4. কোনটি pH এর Formula--log[H+].
5. Radius of gyration এর formula K-V(Imin/A).
6. Soil এর OMC নির্ণয় করার জন্য কোন test করা হয় - Proctor test.
157. ৬০০ মিমি ডায়া ও ৩০ মিটার দীর্ঘ একটি কাষ্ট ইন সিটু পাইল ১:১.৫:৩ অনুপাতে ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন-
ভেজা আয়তন = π/ 4 (0.6)2 x 30 = 8.48m³
শুষ্ক আয়তন = 8.48 x 1.5 = 12.72m³
সিমেন্ট = 12.72×1/5.5 x 30 = 70 ব্যাগ
অন্তর সহ কয়েকটি অনুরুপ শুরু হলুন প্রশা
1. 600 mm dia ও 30 m দীর্ঘ একটি cast in situ pile
1:1.5:3 অনুপাতে ঢালাই করতে সিমেন্ট প্রয়োজন 70 bags.
2. 1 bag cement এর আয়তন কত 0.035 m^3.
3. 1 m^3 cement 30 bags.
4. 1 m^3 steel = 7850 Kg.
159. একটি-বাঁধের উপরি গ্রন্থ ৬মি, উচ্চতা ২মি এবং ঢাল ১: ২ হলে বাঁধের নিচের প্রস্থ কত?
note: একটি বাঁধের উপরি প্রন্থ 16m, উচ্চতা 2m এবং ঢাল 1:2 হলে বাঁধের নিচের গ্রন্থ কত- 24m.
উত্তর সহ কয়েকটি অনুরুপ অরুত্বপুন প্রশ্ন
1. একটি বাঁধের উপরি প্রস্থ 16 m, উচ্চতা 2m এবং ঢাল 1:2 হলে বাঁধের নিচের প্রন্থ কত - 24m.
2. যে তল বরাবর রাস্তার মাটি খনন ও ভরাট করা হয় তাকে বলে গঠন তল।
3. রাস্তার পার্শ্বে ঘাসের চাপড়া বসানো হলে তাকে বলে টার্ফ।
4. মাটির ভাঙ্গন ও শিয়ার প্রতিরোধের জন্য যে কোণে তীর্যকভাবে তৈরি করা হয় তাকে বলে পার্শ্বটাল।
5. স্বাভাবিকভাবে মাটির স্তুপের পার্শ্বতল আনুভূমিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলে স্থিরতা কোণ / Angle of repose.
6. 1:2 পার্শ্বটালের 2 দ্বারা কি বুঝায় - অনুভূমিক দৈর্ঘ্য।
7. 120 m দৈর্ঘ্যের একটি রাস্তার পার্শ্বঢাল 1.5:1 এবং উচ্চতা 3 m হলে টার্ফের কাজের পরিমাণ কত- 1298 m^2.
১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. 1 হেক্টর = 10000 বর্গমি.
2. 1 decimal = 435.6 sft.
3. 1 katha = 720 sft.
4. 1 inch = 2.54 cm.
5. Im = 3.28 ft.