Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

কন্সট্রাকশন প্রসেস MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
21. কংক্রিটের Strength জানার জন্য সাধারণত Concrete-এর Cylinder-এর কতদিনের test করা হয়?
কংক্রিটের Strength সাধারণত ৭ দিন, ১৪ দিন, ২১ দিন, এবং ২৮ দিন কিউরিং করার পর পরীক্ষা করা হয়ে থাকে, তবে সর্বোচ্চ Strength পাওয়ার জন্য ২৮ দিন কিউরিং করতে হবে। উত্তর সহ কয়েকটি অনুরণ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. ইটের গাঁথুনি শেষ হবার কতদিন পর প্লাস্টার করা উচিত- ২৮ দিন। 2. ব্রিক ওয়াল কতদিন কিউরিং করা হয় - ৭ দিন। 3. বহিঃপৃষ্ঠে প্লাস্টারের পুরুত্ব কত - 12 mm. 4. অন্তঃপৃষ্ঠে প্লাস্টারের পুরুত্ব কত - 19 mm. 5. ইটের গাঁথুনি কাজে শুকনো মসলার পরিমাণ কত- 35%, 6. 5° ওয়ালে সিমেন্ট বালির মিশ্রণের অনুপাত কত- 1:4.
15 দিন
20 দিন
28 দিন
35 দিন
22. গিয়ার তৈরিতে সাধারণত ব্যবহৃত হয় –
গিয়ার তৈরিতে সাধারণত কাস্ট আয়রন (Cast iron), স্টিল (Steel), ব্রাস (Brass), ব্রোঞ্জ (Bronze) ও প্লাস্টিক (Plastic) ব্যবহার করা হয়। সেই হিসাবে (ক) ও (খ) দুটিই উত্তর হবে।
Cast iron
Steel
Copper
Wrought iron
23. কোনটি Mechanical property?
কাঠিন্য (Hardness): কোনো ধাতুর উপর অপর কোনো ধাতু দ্বারা আঁচড় কাটতে কিংবা চাপ দিয়ে গর্ত করতে চাইলে গায়ে আঁচড়। লাগা কিংবা গর্ত হওয়ার বিরুদ্ধে পূর্বোক্ত ধাতু যে বাধা প্রদান করে, তাকে এর কাঠিন্য (Hardness)।
Density
Thermal conductivity
Hardness
Porosity
24. কোন ধরনের aggregate ব্যবহার করলে workabillity ভালো পাওয়া যায়?
Workability (কার্যোপযোগিতা)-এর অর্থ সিমেন্ট paste- এর সাথে ভালোভাবে মিশ্রণ তৈরি করা এটি rounded shape aggregate ভালো করে, কারণ এটি engular এবং elongated-এর তুলনায় কম পরিমাণে ঘর্ষণ বাধা উৎপন্ন করে। উত্তর সহ কয়েকটি অনুরুদ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. কোন ধরনের aggregate ব্যবহার করলে Workability ভালো পাওয়া যায় rounded. 2. পরোক্ষভাবে concrete এর workability নির্ণয় করা হয় কোনটির সাহায্যে -slump test. 3. কোন ধরনের aggregate ব্যবহার করলে workability কম পাওয়া যায় - angular. 4. কোন ধরনের aggregate ব্যবহার করলে strength বেশি পাওয়া যায় - angular.
Elongated
angular
rounded
সবগুলি
25. The most common admixture which is used to accelerate the initial set of concrete is (কংক্রিটের প্রাথমিক সেটকে ত্বরান্বিত করতে সাধারণত যে মিশ্রণটি ব্যবহার করা হয়)
CaC12 (Calcium choloride) সঠিক উত্তর কিন্তু বলে পরিমাণ ব্যবহৃত সিমেটের ২% এর বেশি হওয়া উচিত নয় অন্যথায় এটি ত্বরণ প্রক্রিয়া বন্ধ করে দেবে।
Gypsum
Calcium choloride
Calcium carbonate
None of the above
26. Le-chatelier apparatus used to perform-
সিমেন্টের সাউন্ডনেস টেস্ট করার জন্য ব্যবহৃত যন্ত্রের নাম Le-chatelier apparatus. উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Le-Chatelier's apparatus is used for testing - Soundness of cement 2. Loss Angeles Testing machine is used to conduct - abrasion test. 3. নিচের কোনটি Coarse Aggregate এর test - ACV, AIV, LAA. 4. Aggregate এর কাঠিন্যতা মান জানার জন্য যে test করা হয় - Abrasion test. 5. Aggregate এর কাঠিন্যতা ও ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Los Angeles abrasion test, attrition test. 6. Aggregate এর ঘাত সহনীয়তা জানার জন্য কোন test করা হয় - Impact test.
Fineness test
Soundness test
Consistency test
Compressive strength test
28. Cement এর consistency test এ কোনটি ব্যবহৃত হয়?
সিমেন্টের আদর্শ ঘনত্ব পরীক্ষা Vicat apparatus খারা করা হয়। এই apparatus এর vicat plunger যদি vicat থোল্ডের নিচ থেকে ৫ মিমি হতে ৭ মিমি পর্যন্ত প্রবেশ করতে দেয়, তাহলে একে আদর্শ ঘনত্ব বলে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Cement এর Consistency test এ কোনটি ব্যবহৃত হয়- Vicat apparatus. 2. CPNC means - Cement Paste of Normal Consistency. 3. Vicat apparatus এর plunger এর ব্যাস কত - 1 mm. 4. Vicat apparatus এর plunger কত গভীরে প্রবেশ করে - 10 mm.
Casagrande apparatus
Vicat apparatus
UTM
Proctor apparatus
29. Concrete-4 Formwork কত দিন পর খুলে ফেলা যায়?
Concrete স্ট্রাকচারের সঠিক আকার প্রদান ও সঠিক জায়গায় ধরে রাখার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয়, তাকে ফর্মওয়ার্ক বলে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন: 1. Concrete এ formwork কত দিন পর খুলে ফেলা যায়- 14 days. 2. Beam এর নিচের shutter কত দিন পর খুলে ফেলা যায়- 28 days. 3.. Slab এর নিচের shutter কত দিন পর খুলে ফেলা যায়- 21 days. 4. যেকোনো vertical shutter কতদিন পর খুলে ফেলা যায়- 3 days.
2-3
7
28
14
30. Concrete placing এবং compacting এর সময় উপরিভাগে পানি উঠে গেলে তাকে কী বলে?
কংক্রিটের উপাদানসমূহ পৃথক হয়ে যাওয়াকে segregation বা বিযুক্তিকরণ বলে। দীর্ঘস্থায়ী লোডের ফলে স্ট্রকচারের যে বিচ্যুতি হয় তাকে creeping বলে। উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Concrete placing & compacting এর সময় উপরিভাগে। পানি উঠে গেলে তাকে কী বলে- bleeding. 2. Concrete এ cement mortar থেকে aggregate আলাদা হলে তাকে কী বলে -segregation. 3. Concrete এ cement mortar থেকে পানিসহ cement চুয়ে পড়লে তাকে কী বলে -laitance. 4. Segregation এড়ানোর জন্য সর্বোচ্চ কত উচ্চতা থেকে concrete ফেলা হয় - 1.5 m.
segregation
bulking
bleeding
creeping
31. BSTI মানে কী ?
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুর্ণ প্রশ্ন 1. BSTI মানে কী? Bangladesh Standards and Testing Institution. 2. ACI means - American Concrete Institute. 3. ASTM means - American Society for Testing and Materials. 4. BNBC-Bangladesh National Building Code.
British Standards and Testing
British Standards and Testing Instroment
Bangladesh Standards and Testing Institution
Bangladesh Standards and Testing Instroment
32. Durable concrete-এর জন্য Water-Cement ratio সর্বোচ্চ-
Durable concrete-এর জন্য Maximum water cement ratio 0.45 থেকে 0.60 পর্যন্ত ধরা হয়ে থাকে।
0.2
0.4
0.6
0.8
33. Cast iron তৈরিতে ব্যবহৃত ফার্নেস হলো-
Blast furnace
Cupola furnace
Open hearth furnace
Bessemer converter
34. ক্রিটিকাল অ্যাকটিভিটির ফ্লোট কত হবে?
ক্রিটিকাল অ্যাকটিভিটির ফ্লোট কত হবে- ০.
হেড ও টেইল স্নাবের বিয়োগফল
কোনটিই নয়
36. প্রথম শ্রেণির ইটের নূন্যতম ক্রাশিং স্ট্রেংথ সাধারণত কত MN/m² হয়ে থাকো -
7.5
10.5
12.5
14.0
37. The best spacing of timber piles from centre Book is (কেন্দ্র থেকে কেন্দ্রে কাঠের পাইলের সর্বোত্তম ব্যবধান)
পাইলের কেন্দ্র থেকে ৬০ সেন্টিমিটারের কম বভধান করা উচিত নয়। পাইলগুলিকে অনেক কাছাকাছি ড্রাইভ করলে, ঘর্ষণ প্রতিরোধ ক্সমতা নষ্ট হয়ে যায়। কাঠের পাইলের জন্য সর্বোত্তম ব্যবধান হলো ৯০ সেন্টিমিটার c/c
600mm
700mm
800mm
900mm
38. পানির মধ্যে নির্মাণ এলাকা শুদ্ধ রাখার জন্য ব্যবহৃত হয়-
Coffer Dam একটি water tight স্ট্রাকচার যা মাটির নিচে বিল্ডিং work করার জন্য একটি শুষ্ক জায়গা তৈরি করে। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1.পানির মধ্যে নির্মাণ এলাকা শুদ্ধ রাখার জন্য ব্যবহৃত হয়- কফার তাদের (সামরিক ভূমি ও আ্যান্টনমেন্টট অধিদপ্তর। 1. মাটি বা পানির নিচে প্রয়োজনীয় গভীরতায় ভিত্তি স্থাপনের জন্য কোনটি নির্মাণ করা হয় Calson. 2. নিচের কোনটি গভীর ভিত্তি Coffer Dam. 3. নিচের কোনটি গভীর ভিত্তি Caison.
পাইল
ওয়েল
কেইসন
কফার ড্যাম
39. Concrete-এর workability কার সমানুপাতিকা
Concrete- এর workability grading of aggregate - এর উপর নির্ভর করে। Grading of aggregate means the size and shape of aggregate. উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. Concrete এর workability কার সমানুপাতিক - Agg- Cement ratio, Agg. Grading, প্রস্তুতির সময়। 2. Concrete এর workability যাচাই করার জন্য কয় প্রকারের test আছে - 5. 3. Slump test এর value range কত - 0 to 300 mm. 4. কোন test টি rich mixes এর জন্য ভালো ফলাফল পাওয়া যায় - Slump test. 5. Low workable concrete এর জন্য কোন test টি উপযুক্ত - Compacting factor test. 6. High workable concrete এর জন্য কোন test টি উপযুক্ত - Flow table test.
Agg.cement ratio
Agg.grading
প্রস্তুতির সময়
সবগুলি
40. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয় কেন?
একটি শুকনো ইট ওজনের তিনগুণ পানি শোষণে সক্ষম। যদি গাঁধুনীর আগে হাট না ভিজানো হয় তাহলে ঐ ইট মসলা থেকে পানি শোষণ করে মসলার কার্যকারিতা নষ্ট করে দেয়। উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন 1. গাঁথুনিতে ব্যবহারের পূর্বে ইটকে পানিতে ভিজানো হয় কেন- ইট যাতে মসলায় ব্যবহৃত পানি শোষণ করতে না পারে। 2. 5" শুরু Brick work এর জন্য Cement Sand Mortar এর অনুপাত কত- 1:4. 3. গাঁধুনির কাজে শুকনো মসলার আয়তন মোট কাজের কত ভাগ- ৩৫% 4. 10" পুরু Brick work এর জন্য Cement sand mortar এর অনুপাত কত- 1:6. 5.। ঘনমিটার ইটের গাঁথুনি কাজে কতটি ইটের প্রয়োজন 410 টি। 6 । ঘনমিটার ইটের গাঁধুনি কাজে কতটি মডুলার ইটের প্রয়োজন ৩০০ টি।
ইটকে পরিষ্কার করার জন্য
ইট ঠাণ্ডা করার জন্য
ইট যাতে মসলায় ব্যাবহৃত পানি শোষণ করতে না পারে।
কোনোটিই নয়