সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" কন্সট্রাকশন প্রসেস "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
101. Slack Time refers to অথবা Slack time কী ?
সম্পূর্ন প্রকল্প বিলম্ব না করে একটি পৃথক কার্যকলাপ বিলম্বিত হওয়ার সময়ের পরিমাণকে Slack time বলে।
102. অনিরাপদ কাঠামোকে temporary support প্রদানের ব্যবস্থাকে কি বলে?
বিপদগ্রন্থ কাঠামোকে সাপোর্ট দেবার জন্য এবং এর দুর্বল ভিত্তিকে শক্তিশালী করার জন্য বাঁশ বা স্টিলের তৈরি যে সাপোর্ট বা ঠেকনা দেওয়াল নির্মাণ করা হয় তাকে শোরিং বলে। এক কথায় বিপদগ্রস্থ কাঠামোকে ঠেকনা দেবার জন্য যে অস্থায়ী কাঠামো নির্মাণ করা হয় তাকে শোরিং বলে।
শোরিং তিন প্রকার:
Raking Shores
Flying Stores or Horizontal Stores
Dead Stores or Vertical Stores
103. An ideal rise in a stair is (একটি সিঁড়িতে আদর্শ রংব হল-)
অষ্টও কোড অনুযায়ী বসতবাড়িতে ব্যবহৃত সিঁড়ি প্ল্যাবের রাইজারের পরিমাণ ১৫ হতে ১৮ সেমি বা ১৫০ মি.মি হতে ১৮০ মিমি।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. The beams supporting the steps of a stair are generally known as - Stringers
2. A very comfortable type of stairs is - Open newal 3. The minimum head room over a stair must be - 210 cm
4. If longitudinally spanning stairs are casted along with their landings, the maximum bending moment per metre width, is taken as - wf/8
104. Efflorescence in cement plaster is due to excess of. (কিসের আধিক্যের কারণে সিমেন্ট প্লাস্টারে Efflorescence হয়?)
সিমেন্টের গ্রহনযোগ্য ক্ষায়কীয় পদার্থ (Alkalies) ১% এর বেশি নয়। ক্ষায়কীয় পদার্থ ১% এর বেশি হলে সিমেন্ট পুষ্পায়ন দেখা দেয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Efflorescence in cement is caused due to an excess of- Alkalis
2. For 12 mm thick cement plastering 1: 6 on 100 sq.m new brick work, the quantity of cement required, is - 0.274 m3
106. Workability of concrete is measured by (.. যারা কংক্রিটের কার্যক্ষমতা পরিমাণ করা হয়।)
Cylinder test, cube test-কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেই নির্ণয়ের জন্য করা হয়। setting time test-সিমেন্টের ইনিশিয়াল ও ফাইনাল সেটিং টাইম নির্ণয়ের জন্য করা হয়। slump test-যারা কংক্রিটের ঘনত্ব এবং কার্যক্ষমতা পরিমাপ করা হয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. In slump test, each layer of concrete is compacted by a steel rod 60 cm long and of 16 mm diameter for - 25 times
2. Workability of concrete mix with low water cement ratio is determined by -Compaction factor test
3. Workability of concrete is measured by - Slump test
4. Slump test is done for – Concrete
110. A first class brick when immersed in cold water 24 hours should not absorb water more than (প্রথমে শ্রেণির ইট ২৪ ঘণ্টা পানিতে ভেজানোর পর..... এর অধিক পানি শোষন করিবে না)
প্রথম শ্রেণির ইট ২০% এর অধিক পানি শোষন করিবে না। দ্বিতীয় শ্রেণির ইট ২২% এর অধিক এবং তৃতীয় শ্রেণির ইট ২৫% এর অধিক পানি শোষন করিবে না।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপুন প্রশ্ন
1. The minimum strength of the mortar used in load bearing brick masonry, is -100 N/cm2
2. As compared to stretcher course, the thickness of joints in header course should be- Less
3. To obtain good bonding in brick masonry - First class bricks are used, Vertical joints in alternate courses are kept in plumb line, Bats are used where necessary.
4. The type of pointing in which upper side of mortar joints is kept about 12 mm inside the face of the masonry and bottom is kept flushed with face of wall, is- Struck pointing
5. The wedge shaped bricks forming an arch ring. are called- Voussoirs
6. The position of a brick when laid on its side 9 cm x9 cm with its frog in the vertical plane, is called - Brick on and
112. For increasing setting time of concreate, what type of admixture is used?
রিটার্ডার: এডমিক্সার, যা কংক্রিটের সেটিং রেটকে ধীর করে দেয়, কংক্রিটের সেটিংয়ে গরম আবহাওয়ার ত্বরিত প্রভাবকে প্রতিরোধ করতে ব্যবহৃত হয়। বেশিরভাগ রিটার্ভারগুলি পানি হ্রাসকারী হিসাবেও কাজ করে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Admixtures which cause early setting and hardening of concrete are called - Accelerators
2. Pick up the incorrect statement from the following: - Admixtures accelerate hydration
3. The admixture of coarser particles like sand or silt to clay causes - Decrease in both liquid limit and plasticity index
4. The admixture of coarser particles like sand or silt to clay causes-Decrease in both liquid limit and plasticity index
119. ভরাট মাটির ধ্বংস প্রতিরোধে নিচের কোন স্ট্রাকচার ব্যবহৃত হয়?
Retaining wall এমন এক ধরণের স্ট্রাকচার যা Lateral Pressure of soil কে প্রতিরোধ করতে নির্মাণ করা হয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. যে দেয়াল মাটির Lateral pressure বহন করে- Retaining Wall.
2. Retaining Wall সাধারণত প্রয়োজন হয়- For Hill Road, Masonry Dam, Wing Wall.
3. Retaining Wall এর base slab এর যে অংশটুকু backfill এর দিকে থাকে তাকে কী বলে - Heel.
4. Retaining Wall এর base slab এর যে অংশটুকু বাহিরের দিকে থাকে তাকে কী বলে - Toe.
5. Retaining wall উল্টিয়ে যাওয়ার প্রবণতা নিরীক্ষার শর্ত- প্রতিরোধী মোমেন্ট/উল্টানোর মোমেন্ট > 2.
6. Retaining wal পিছলানো প্রবণতা নিরীক্ষার শর্ত - প্রতিরোধী বল/পিছলানো বল > 1.5.
7. Retaining wall এর অসমবসন নিরীক্ষার শর্ত- fmax-fsoil.
120. Initial setting time (minimum) of ordinary Portland cement is- (সিমেন্টের প্রাথমিক জমাটবদ্ধতার ন্যূনতম সময় কত-)
সিমেন্ট প্রাথমিক জমাটবদ্ধতার সময় কমপক্ষে ৩০ এরপর সিমেন্ট তার কার্যোপোগিতা ও প্লাস্টিসিটি হারায় এবং ছেদ ঘটে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ শুরুত্বপূর্ণ প্রশ্ন
1. As compared to ordinary Portland cement, high alumina cement has - Higher initial setting time
but lower final setting time
2. The maximum amount of dust which may be permitted in aggregates is -5% of the total aggregates for low workability with a coarse grading.
3. As compared to ordinary Portland cement, use of pozzolana cement - Increases shrinkage.
4. Ordinary Portland cement is manufactured from- Gypsum and lime.