144. রেডিও, টেলিভিশন, ফোন-এর জন্য কোন তরঙ্গ ব্যবহৃত হয়?
তড়িৎ চৌম্বক তরঙ্গ হলো শূন্যস্থান দিয়ে আলোর সমগতিশীল তড়িৎ ও চৌম্বক আলোড়ন যাতে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব হয় এবং এরা উভয়েই তরঙ্গ সঞ্চালনের সাথে লম্বভাবে থাকে। এটি রেডিও, টেলিভিশন ও ফোন এর ব্যবহার
করা হয়ে থাকে।