সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
221. The smallest sieve size according to Indian standards is-
222. আদর্শ প্রক্টর পরীক্ষায় হাতুড়ির ওজন কত? [R&H-06, MODMR-06, MOLE-19]
ব্যাখ্যা: মাটির পরিমিত জলীয়াংশ এবং সর্বোচ্চ শুষ্ক ঘনত্ব নিরূপণ করার জন্য আদর্শ প্রোক্টর পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় মাটিকে Compact করার জন্য ২.৫ কেজি ওজনের হাতুড়ি দিয়ে ৩০.৫ সেমি উপর হতে ২৫ বার ফেলতে হয়।
225. Liquid limit নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়? [MOLE-19]
ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায়, ঐ পরিমাণ পানি মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। লিকুইড লিমিট বা তারল্য সীমা Casagrande apparatus দ্বারা নির্ণয় করা হয়।
240. Soil-এর Permeability 0.8 mm/sec হলে Soil-টি কী ধরনের হতে পারে? [MOLE-19]
ব্যাখ্যা: মৃত্তিকার ধারাবাহিক ভয়েডের মাধ্যমে এর ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরল পদার্থকে প্রবাহিত হতে দেওয়ার গুণকে মৃত্তিকার ভেদ্যতা (Permeability) বলা হয়। ভেদ্যতা শ্রেণিসমূহ যথা- বালি (0.17-1.67), বেলে-দোআঁশ (0.08-0.5), দোআঁশ (0.055-0.14), কাদামাটি (0.017-0.1), পলিমাটি (0.002-0.033) এবং কাদা (0.0007-0.0067) একক হবে mm/sec |