সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
361. Constant head permeameter দিয়ে কোন ধরনের Soil-এর Permeability নির্ণয় করা হয়? [MOLE-19]
364. নিচের কোন প্রকার মাটির ভিতর দিয়ে সবচেয়ে সহজে পানি প্রবাহিত হতে পারে? [MOLE-19]
ব্যাখ্যা: Permeability সাধারণত মাটির কণার আকার, ভয়েড রেশিও এবং সম্পৃক্ততার মাত্রার উপর নির্ভর করে। যে মাটির কণার আকার বেশি তার Permeability-ও বেশি হবে।
365. কোনো মৃত্তিকার তারল্য সীমা ২০% কম হলে কোন শ্রেণির মৃত্তিকা? [BGDCL-17]
ব্যাখ্যা: সর্বাধিক যে পরিমাণ পানি মাত্রায় কোনো মৃত্তিকা প্লাস্টিক অবস্থা হতে তরল অবস্থায় যাওয়ার প্রবণতা দেখায় ঐ পরিমাণ পানির মাত্রাকে ঐ মৃত্তিকার তারল্য সীমা বলা হয়। বালি মাটির তারল্য সীমা ২০% কম, পলিমাটির তারল্য সীমা ২০% এর বেশি, কাদামাটির ৬০%।
370. গ্রুপ ইনডেক্সের মান যত কম হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত--[BGDCL-17]
ব্যাখ্যা: গ্রুপ ইনডেক্স হচ্ছে যার মাধ্যমে আমরা নমুনার ওজনের শতকরা হার এবং কণার আকার তারল্য সীমা এবং নম্যতা সূচক সম্পর্কে জানা যায়। গ্রুপ ইনডেক্সের মান কম হলে সে মাটি তত বেশি লোড নিতে পারে। এ মান ০-২০ পর্যন্ত হয়।
371. SPT-এর থেকে Soil-এর কোন Property বের করা হয়?[MOEF-19]
ব্যাখ্যা: SPT test হতে সয়েল এর Specific gravity, grain size distribution, Atterberg limit, compaction, Relative density, Angle of shearing resistance, Unconfined compressive strength, bearing capacity and sattlement নির্ণয় করা যায়।
377. Permeability কোন পরীক্ষা থেকে বের করা হয়? (MOLE-19)
ব্যাখ্যা: সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকায় স্থির নিশ্চল চাপাবলের ফলে মৃত্তিকার সংনমনকেই কনসলিডেশন বলে। ভয়েড হতে পানি নিঃসরণের পরিমাণ Consolidation test-এর মাধ্যমে বের করা যায়।