সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
341. নিচের কোনটি স্থুলদানার মৃত্তিকা?
ব্যাখ্যা: GM = Silty gravels, gravel-sand-silt mixtures. গ্র্যাভেল ও বালিদানা বেশ স্কুল এবং এ দানাগুলো খালি চোখে দেখা যায়। GW, SM, GM, GC,SM, SC এগুলো স্কুলদানার মৃত্তিকা।
345. গ্রুপ ইনডেক্স-এর মান ঋণাত্মক হলে কী লিখতে হয়?
ব্যাখ্যা: AASHO পদ্ধতিতে সূক্ষ্মদানার মৃত্তিকার শ্রেণিবিন্যাসের সাথে বন্ধনিতে একটি সংখ্যামান (পূর্ণসংখ্যা, 0, 1.2 ইত্যাদি) উল্লেখ করা হয়। এ সংখ্যামানটিই গ্রুপ ইনডেক্স। এর মান ধনাত্মক হলে শূন্য ধরা হয়।
ব্যাখ্যা: CL. = Inorganic clays of low to medivm plasticity, gravelly clays, sandy clays, silry৬২ clays, lean clays.
যদি কোনো মৃত্তিকার 50% এর অধিক 200 নং চালনিতে অতিক্রান্ত হয়, তাকে সূক্ষ্মদানার মৃত্তিকা
বলে।
351. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
ব্যাখ্যা: বায়ুর মাধ্যমে সূক্ষদানার মৃত্তিকা বালি, পলি ও কাদা স্থানান্তরিত হয়ে বালিয়াড়ি সৃষ্টি করে। পানিবাহিত স্থানান্তরিত মাটি পলল হিসেবে পতিত হয়ে পাললিক মাটি সৃষ্টি করে।
355. গ্রুপ ইনডেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য-
ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়। এর মান ঋণাত্মক হলে শূন্য হয়।