Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
341. নিচের কোনটি স্থুলদানার মৃত্তিকা?
ব্যাখ্যা: GM = Silty gravels, gravel-sand-silt mixtures. গ্র্যাভেল ও বালিদানা বেশ স্কুল এবং এ দানাগুলো খালি চোখে দেখা যায়। GW, SM, GM, GC,SM, SC এগুলো স্কুলদানার মৃত্তিকা।
GM
OL
M
ML
342. বালুর আপেক্ষিক গুরুত্বের সবচেয়ে নিকটতম মান হলো- [PWD-2000]
ব্যাখ্যা: বালির আপেক্ষিক গুরুত্ব সাধারণত 2.6.5 থেকে 2.67 হয়ে থাকে।
১.২
২.০
১.৫
২.৭
343. সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার কয়টি উপাদান থাকে?
ব্যাখ্যা: সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার দুটি উপাদান, যথা- (i) মাটি; (ট) পানি।
৫টি
২টি
৩টি
৪টি
344. নিচের কোনটি পরোসিটি (n)-এর মান?
ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার Vv অংশের আয়তনের সাথে মোট আয়তন V-এর অনুপাতকে বলে প্যারাসিটি N=Vv/V
Vw/V
Vv/V
Vs/V
Vv/Vs
345. গ্রুপ ইনডেক্স-এর মান ঋণাত্মক হলে কী লিখতে হয়?
ব্যাখ্যা: AASHO পদ্ধতিতে সূক্ষ্মদানার মৃত্তিকার শ্রেণিবিন্যাসের সাথে বন্ধনিতে একটি সংখ্যামান (পূর্ণসংখ্যা, 0, 1.2 ইত্যাদি) উল্লেখ করা হয়। এ সংখ্যামানটিই গ্রুপ ইনডেক্স। এর মান ধনাত্মক হলে শূন্য ধরা হয়।
সেই সংখ্যাই
পূর্ণসংখ্যা
জোড়বোধক সংখ্যা
শূন্য
346. নিচের কোনটি সূক্ষ্মদানার মৃত্তিকা?
ব্যাখ্যা: CL. = Inorganic clays of low to medivm plasticity, gravelly clays, sandy clays, silry৬২ clays, lean clays. যদি কোনো মৃত্তিকার 50% এর অধিক 200 নং চালনিতে অতিক্রান্ত হয়, তাকে সূক্ষ্মদানার মৃত্তিকা বলে।
CL
GW
SP
Sw
347. একখণ্ড মাটির Void-এর Volume ও তার Total Volume-এর অনুপাতকে বলা হয়-
ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার ভয়েড অংশের আয়তন মোট আয়তনের অনুপাতকে পরোসিটি বলে, n=Vv/V এখানে, n = পরোসিটি Vv = ভয়েড অংশের আয়তন V = মোট আয়তন।
Void ratio
Porosity
Water Content
Degree of Saturation
348. Liquid limit থেকে Plastic limit-এর বিয়োগফলকে বলে-[PWD-2000]
Flow index
Liquidity index
Shrinkage index
Plasticity index
349. গ্রুপ ইনডেক্স-এর মান নিকটবর্তী কোন সংখ্যায় প্রকাশ করা হয়?
ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়।
মূলদ সংখ্যা
পূর্ণসংখ্যা
বিজোড় সংখ্যা
বর্ণসংখ্যা
350. পানির মাধ্যমে মৃত্তিকা স্থানান্তরিতকে বলা হয়-
ব্যাখ্যা: পানি দ্বারা বাহিত হয়ে মাটি গঠিত হলে, তাকে পাললিক মৃত্তিকা বলে।
বালিয়াড়ি
পাললিক মৃত্তিকা
উপবেশন মৃত্তিকা
ক্লিফট
351. বালি, পলি ও কাদামিশ্রিত পলি বায়ুবাহিত হয়ে স্থানান্তরের মাধ্যমে সৃষ্টি হয়-
ব্যাখ্যা: বায়ুর মাধ্যমে সূক্ষদানার মৃত্তিকা বালি, পলি ও কাদা স্থানান্তরিত হয়ে বালিয়াড়ি সৃষ্টি করে। পানিবাহিত স্থানান্তরিত মাটি পলল হিসেবে পতিত হয়ে পাললিক মাটি সৃষ্টি করে।
মেরিন মৃত্তিকা
ড্রিফট
পাললিক মৃত্তিকা
বালিয়াড়ি
352. Column's law অনুযায়ী মাটির Shearing strength হলো- [PWD-2000]
c-ptan∅
c-ctan∅
c+p tan∅
p-ctan∅
353. আলগা মৃত্তিকায় ভয়েড -এর মান দৃঢ় মৃত্তিকার ভয়েড e-এর মান অপেক্ষা-
কম
অধিক
সমান
শূন্য
354. নিচের কোন Relationship-টি সঠিক? (PWD-2000)
ব্যাখ্যাঃ n=e/(1+e), e=n/(1-n)
n=(1+e)/e
n= e/(1+e)
e=n/(1+n)
e=(1+n)/n
355. গ্রুপ ইনডেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য-
ব্যাখ্যা: গ্রুপ ইনড্রেক্স-এর মান যত বেশি হবে সে মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযোগী হবে এবং এর মান নিকটবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করা হয়। এর মান ঋণাত্মক হলে শূন্য হয়।
উপযুক্ত হবে
তত অনুপযোগী হবে
দৃঢ়বন্ধ হবে
কোনোটিই নয়
356. Silt-এর Maximum grain সাইজ কত?
ব্যাখ্যা: স্থুল দানার মৃত্তিকা আকার 0.06mm থেকে 0.002mm.
০.০৬ মিমি
০.২ মিমি
০.০০০২ মিমি
১ মিমি
357. Clay-এর Maximum grain size কত?
ব্যাখ্যা: Clay soil-এর Particle size <0.002mm
০.০০২ মিমি
০.২ মিমি
০.০০০ মিমি
০.০২ মিমি
358. নিচের কোনটি ভয়েড রেশিও (e)-এর মান?
ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার Vv অংশের আয়তনের সাথে কঠিন অংশের আয়তনের Vs অনুপাতকে ভয়েড রেশিও বলে। e=Vv/Vs
Vv/V
Vs/V
Vv/Vs
Vw/V
359. Degree of Saturation-এর equation কোনটি?
ব্যাখ্যা: নমুনা মৃত্তিকার পানির আয়তনের সাথে ভয়েডের আয়তনের অনুপাতকে ডিগ্রি অব সেচুরেশন বলে।
Vw/Vv
Vw/Vs
Vw/(Vv+Vs)
(Vv+Vs)/Vw
360. Volume of voids এবং Volume of Solids-এর ratio-কে কী বলা হয়?
ভয়েড রেশিও (c)
পরোসিটি (N)
একক ওজন (r)
কোনোটিই নয়