সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
321. কটি Soil-এর Water content তার Shrinkage limit-এর চেয়ে কম। Soil-টি কোন State-এ থাকবে?
ব্যাখ্যা: Density Index: সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত (e_max) এবং মাটির প্রকৃতির ফাঁকা অংশের অনুপাত এর পাথর্য্যের সাথে সর্বাধিক আলগা অবস্থায় ফাঁকা অংশের অনুপাত এবং সর্বাধিক দৃঢ়াবদ্ধ অবস্থায় ফাঁকা অংশের অনুপাতের পার্থক্যের অনুপাতকে আপেক্ষিক ঘনত্ব বলে।
I_d=(e_max-e)/( e_max-e_min )
328. ভয়েড রেশিও এবং প্রযুক্ত চাপ লগারিদম স্কেলে প্লট করে যে কার্ড আঁকা হয়, তার নাম-
ব্যাখ্যা: কম্প্রেশন টেস্ট: প্রতিবারে চাপ প্রয়োগের পর চাপের পরিমাণকে (P) লগ স্কেলে ভূমি এবং ঐ সময়ে স্পেসিমেনের ভয়েড রেশিও (e)-কে অফসেট ধরে যে কার্ড আঁকা হয়, তাকে e logP বলে।
332. ইকুয়িপোটেনশিয়াল রেখা কোন রেখার ওপর লম্বভাবে অবস্থান করে?
ব্যাখ্যা: ইকুয়িপোটেনশিয়াল লাইন: বিভিন্ন ছয়ানো রেখার যে সকল বিন্দুতে সমান প্রিজমেট্রিক লেভেল পাওয়া যায়, ঐ সকল বিন্দুর সংযোজিত রেখাকে ইকুয়িপোটেনশিয়াল লাইন বলা হয়।
333. একটি Hydrometer সাধারণত কোন Temperature-এ Calibrate করা থাকে?
ব্যাখ্যা: হাইড্রোমিটার সব সময় 27°C তাপমাত্রায় কেলিব্রেশন করা হয়ে থাকে। হাইড্রোমিটার বিশ্লেষণে মাটিকে পানির সাথে মিশাতে 4% হারে সোডিয়াম হেক্সামেটা ফসফেট [Na6 (PO)6] কেমিক্যাল ব্যবহার করা হয়।
ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চে ভেদ্যগুণসম্পন্ন মাটি।
ব্যাখ্যা: কোনো মাটির ধারাবাহিক ভয়েডের ভিতর দিয়ে পানি বা অন্য কোনো তরলের প্রবাহিত হওয়ার ধর্মকে ভেদ্যতা (Permeablity) বলে। গ্রাভেল উচ্চ ভেদ্যগুণসম্পন্ন মাটি।
337. নিচের কোনটি Dry unit weight gravity (γ_d)-এর সঠিক Equation?
ব্যাখ্যা: কোনো মাটির নমুনার শুষ্ক ওজনের সাথে আয়তনের অনুপাতকে শুষ্ক একক ওজন বলে। সর্বাধিক আলগা অবস্থা কোনো মাটির γ_d-এর মান শূন্য এবং সর্বাধিক দৃঢ়াবস্থায় কোনো মাটির γ_d-এর মান 1.