সিভিল ইঞ্জিনিয়ারিং এর "" জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং "" সাবজেক্টের সকল MCQ প্রশ্ন এই ফোল্ডারে পাবেন। Civil Engineering এর চাকরি প্রস্তুতির জন্য ডিপার্টমেন্ট ও নন-ডিপার্টমেন্টের সকল MCQ এর প্রশ্ন উত্তর ব্যাখ্যাসহ এখানে পাবেন। সহকারী/উপ-সহকারী প্রকৌশলী চাকরি প্রস্তুতির জন্য আমাদের App: Engineering Classroom গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন। Civil all MCQ, Civil Engineering MCQ
81. SPT test hammer Fall-এর উচ্চতা কত?
SPT test- এ বোরহোল Blow করা হয় 63.5% kg ওজনের ১টি স্লাইড হ্যামার দিয়ে, যেটি 760 mm (30 inch) উপর হতে ফেলা হয়।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. SPT test Hammer এর Fall উচ্চতা কত- 30 inches.
2. SPT- Drop Hammer এর ওজন কত- 63.5 kg.
3. 3 SPT test দ্বারা মাটির যে property নির্ণয় করা হয়- Shear strength, relative density.
4. SPT test 4 Drilling pipe drop hammer এর সাহায্যে কতটুকু গভীরে প্রবেশ করানো হয়- 45 cm
5. SPT test এ N এর value কত গভীরতার জন্য হিসেব করা হয় - Last 30 cm.
6. Normally SPT test এ N এর value 2 হলে, soil টির load bearing capacity - 2 ton/m^2.
7. SPT test এ পরোক্ষভাবে soll এর কি নির্ণয় করা হয়- bearing capacity.
e =Vv/vS = n/1-n
উপ্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Degree of saturation of a natural soil deposit having water content 15%, specific gravity 2.50 and void ratio 0.5, is -75%
2. If water content of a soil is 40%, G is 2.70 and void ratio is 1.35, the degree of saturation is- 80%
3. A soil sample of mass specific gravity 1.92 has moisture content 30%. If the specific gravity of solids is 2.75, the void ratio, is- 0.862
4. The ratio of the difference between the void ratio of the soil in its loosest state and its natural void ratio (e) to the difference between the void ratios in the loosest and fully dense state, is generally termed as - Degree of density. Relativity, Density index.
5. The fundamental equation of air content (ac), degree of saturation (Sr) and void ratio (e), is-ace (1-Sr)/(1+e) 6. A moist soil sample weighing 108 g has a volume of 50 cc. If water content is 25% and value of G = 2.52, the void ratio is-0.75
Void Ratio e = n/1-n = 0.45/1-0.45 = 0.8 = 0.82
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. একটি মাটির porosity 0.45 হলে void ratio কত- 0.82.
2. একটি সম্পৃক্ত মাটির নমুনার জলীয় অংশের পরিমাণ 40% এবং আপেক্ষিক গুরুত্ব 2.72 হলে, ভয়েড রেশিও - 1.088.
3. একটি মৃত্তিকা নমুনার আর্দ্র ঘনত্ব 1.95 gm/cm^3 e পানির পরিমাণ 27% হলে শুষ্ক ঘনত্ব কত- 1.535 gm/cm^3.
4. একটি সম্পৃক্ত কাদা মাটির নমুনার ভয়েড রেশিও 2.5 এবং জলীয় অংশের পরিমাণ 96% হলে আপেক্ষিক গুরুত্ব কত- 2.6.
85. The active earth pressure of a soil is proportional to (where is the angle of friction of the solidi)-
Active earth pressure Ka*y*h
Where, Ka= 1-sin∅/1 +sin∅= tan2(40°-∅/2
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. The active earth pressure of a soil is proportional to (where is the angle of friction of the soilla – tan2(43-∅/2)
2. The total active earth pressure due to dry back fill with no surcharge, acts at H/3 above the base of the wall and is directly proportional to -H2
3. The coefficient of active earth pressure for a loose sand having an angle of internal friction of 30 is- 1/3
4. Rankine's theory of active earth pressure assumes -Sail mass is homogeneous, dry and cohesionless
88. মাটির Settlement জানার জন্য কোন পরীক্ষা করা হয় ?
মাটির এর হার এবং মাত্রা নির্ণয়ে বাবহার করা হয়। এ টেস্ট মাটির ১টি পাতলা জরের উপর চাপ প্রয়োগের মাধ্যমে এর আজ নির্ণয় করে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. মাটির settlement জানার জন্য কোন পরীক্ষা করা হয়- 1 Consolidation
2. সম্পূর্ণ সম্পৃক্ত মৃত্তিকায় স্থির চাপাবসের ফলে সংনমনকেই কী বলে -কনসলিডেশন।
3. Settlement নির্ণয়ের জন্য কোনটি ব্যবহার করা - Compresion Index
4. সাধারণত কোন মাটিতে কমমলিয়েশন হয় কাদা
5. e-log p curve এর সবচেয়ে খাড়া আংশকে কী বলে- ভার্জিন কার্ড।
6. Modified proctor test এর Hammer এর ওজন কত - 4.5 Kg
7. Soil এর OMC নির্ণয় করার জন্য কোন test করা হয় Proctor test.
SPT= Standard Penetration Test একে বল প্রচলিত ইন সিট বা Fichi Test। মাটির Bearing Capacity ভাবধহন ক্ষমতা নির্ণয়ের জন্য এই Testকরা হয়ে থাকে। ৬৩.৫ সঠিক উত্তর তবে এখানে যেহেতু ৬০ আছে তাই এটাই সঠিক।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. SFT test এ Hammer এর ওজন কত - 63.5 kg. (wto 12-12-2020
2. SPT test Drop Hammer কর উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়- ১০
3. SIT test দ্বারা মাটির যে property নির্ণয় করা হয়- Shear strength, relative density.
4. SPT test & Drilling pipe drop hammer এর সাহায্যে কতটুকু গভীরে প্রবেশ করানো হয়- 45 cru
5. SPT test it N এর vale কত গভীরতার জন্য হিসেব করা -Last 30 cm.
6. Normally SPT test এ N এর value 2 হলে, soil টির load bearing capacity-2 ton/m2
! The test uses a thick walled sample tube, with an outside diameter of 50.8 mm or 2" and inside diamter of 35 mm or 1.8" and a length of arround 650 mm or 26"
93. Over dry করার জন্য মাটি কত তাপমাত্রায় শুকানো হয়?
মাটিকে পরীক্ষাগারে পরীখষা করার জন্য অধিক শুষ্ক করার ক্ষেত্রে 105°C থেকে 100° পর্যন্ত তাপমাত্রা প্রয়োজন।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Oven dry করার জন্য মাটি কত তাপমাত্রায় শুকানো হয়- 105°C to 110°C.
2. Oven dry করার জন্য মাটি কত সময় ধরে শুকানো হয়- 24 hours.
3. Oven dry system এ মাটির কী নির্ণয় করা হয়- water content.
4. মাটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করা হয় কীসের মাধ্যমে Pycnometer.
মৃত্তিকার তারল্য সীমা এবং সংকোচন সীমার পার্থক্যকে সংকোচন সূচক বলে। অথ্যাৎ SI-LL-SL
Shrinkage index = Liquid limit-Shrinkage unit .
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Shrinkage index Liquid Limit Shrinkage Limit.
2 Liquid limit plastic limit এর মধ্যে পার্থক্যকে কী বলে- plasticity index. MOF 07.06.2022)
3. কোনো পদার্থের প্রবাহিত হওয়ার ধর্মকে কী বলে- কনসিসটেন্সি।
২. প্রাকৃতিক পানির পরিমাণ liquid limit এর সমান হলে- consistency index হবে zero.
৪. কোনো মাটির নম্যতা সূচক ও ফ্রো-ইনডেক্স এর অনুপাতকে কী বলে - টাফনেস ইনডেক্সা।
6. টাফনেস ইনডেক্স এর মান বেশি হলে উক্ত মাটি নমুনার শিয়ার শক্তি - বাড়ে।
মাটি পরীক্ষা পদ্ধতিগুলো হচ্ছে অগার বোরিং, ওয়াশ বোলি হেটপটারি ডিলিং, পারকাশন ডিলিং, কোর বোরিং।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. নিচের কোন পরীক্ষাটি মাটি পরীক্ষা পদ্ধতি নয়- test cylinder.
2. নিচের কোন পরীক্ষাটি মাটি পরীক্ষায় ব্যবহৃত হয়- SPT,
3 . SFT-Standard Penetration Test.
4. নিচের কোনটি মাটি পরীক্ষায় ব্যবহৃত হয় CBR test.
5. CBR- California Bearing Ratio.
97. Triazial apparatus কোন test এর জন্য ব্যবহৃত হয়?
Triaxial Testing of Soils explains how to carry out triaxial tests to demonstrate the effects of soil behaviour on engineering designs. An authoritative and comprehensive manual, it reflects current best practice and instrumentation. References are made throughout to easily accessible articles in the literature and the book's focus is on how to obtain high quality experimental results.
98. সাম্যতা গুণাঙ্ক-এর ক্ষেত্রে নিচের কোন সূত্র ঠিক?
সাম্যতা গুণাঙ্ক বা সমতার সহগ Cum D। এখানে, Dio Die বলতে বুঝায় 10% কণার আকার কার্যকরী আকার অপেক্ষা সৃদ্ধ এবং 90%
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. সাম্যতা গুণাঙ্ক - D/D
2. যে আকারের চেয়ে 10% কণা সুক্ষ্ম = D10
3. যে আকারের চেয়ে 60% কণা সূপ্ন = D60
4. যে আকারের চেয়ে 30% কথা সুদ্ধ - D30
5. Soil particle এর কার্যকরী আকার কোনটি –D10
100. গ্রুপ ইনডেন্ত্রের মান যত কম হবে সে মাটি সার্বগ্রেডের জন্য তত-
গ্রুপ ইনডেন্ত্রের মান বেশি হলে, সেই উপাদান স্যৰমেড হিসাবে অনুপযোগী হবে।
গ্রুপ ইনডেক্রের মান কম হলে, সেই উপাদান সাবগ্রেড হিসাবে ততযোগী
উপযোগী হবে।
Type of subgrade soil
Group index
Good - 0-1
Fain – 2-4
Poor – 5-9
Very poor – 10-20