33. কোন আলোতে সালোকসংশ্লেষণ হয় না?
সবুজ কিংবা হলুদ আলোতে সালোকসংশ্লেষণ ভালো হয় না। কিন্তু কেন? ক্লোরোফিল এর অ্যাবসর্জন সেপেক্ট্রা দেখলে দেখা যায় তা সবুজ ও হলুদে সবচেয়ে কম আলো শোষণ করে (অ্যাবসর্জন সেপেক্ট্রা মিনিমম)। তাই পাতার রং সবুজ। তাই প্লাস্টিড (ক্লোরোপ্লাস্ট) বা পাতা বেগুনী, নীল ও লাল, কমলা আলোয় সবচেয়ে বেশী অ্যাবসর্জন এবং বেশী স্বালোক সংশ্লেষ হয়।