165. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র। প্রাচীনযুগে বাংলা নামে কোনো অষন্ড রাষ্ট্র ছিল না। বাংলার বিভিন্ন অংশ তখন বঙ্গ, পুন্ড্র, গৌডড় হরিকেল, সমতট, বরেন্দ্র এরকম প্রায় ১৬টি জনপদে বিভক্ত ছিল। বাংলার সবপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র।