219. ব্রড গেজ ও মিটার গেজের জন্য সর্বোচ্চ অনুমোদিত বেগ ----- হয়।
কোনোটিই নয়
ব্যাখ্যা: রেলওয়ে বোর্ড কর্তৃক সর্বোচ্চ গতি:
(i) ব্রড গেজ ও মিটার গেজ রেলের জন্য = V=4.4√R-70
(ii) ন্যারো গেজের জন্য, V = 3.6√R-60.
যেখানে,
V = গাড়ির সর্বোচ্চ গতিবেগ, km/h
R = বাঁকের ব্যাসার্ধ, মিটারে।