Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
221. চারটি Materials A, B, C এবং D-এর CBR যথাক্রমে 40%, 20%, 60% এবং ৭০ ৪০% হলে, সবচেয়ে শক্ত (hardest) material হবে- [R&H-01]
ব্যাখ্যা: CBR Value-এর মান যুত বেশি হবে Materials- এর শক্তি তত বেশি হবে।
A
D
C
B
222. একটি নতুন সড়কের Alignment নির্ধারণের প্রধান কাজ হচ্ছে- [R&H-01]
Reconnaissance
Final Location Survey
Survey Preliminary
উপরের সবগুলো
223. একখণ্ড রেলের দৈর্ঘ্য ১২.৮০ মিটার এবং স্লিপারের ঘনত্ব n+5 হলে রেলখণ্ডে স্লিপারের সংখ্যা কত?
খ্যা:। টি রেলের দৈর্ঘ্য = n = 12.80 m রেলে স্লিপারের ঘনত্ব =n+5 টি = (12.80+5) টি = 17.80টি = 18 টি
১৭টি
১৯টি
১৮টি
১৫টি
224. মিটার গেজে ১৩ টন ধুরাবাহিত ওজনের জন্য স্লিপারের ঘনত্ব-
n+3
n+7
n+10
n+5
225. ব্রডগেজের ধুরাবাহিত ওজন (Axial Load) ২৮ টন হলে স্লিপারের ঘনত্ব কত হবে?
ব্যাখ্যা: একটি রেলে যতটি স্লিপার ব্যবহার করা হয়, তার সংখ্যাকে স্লিপার ঘনত্ব বলে।
n+4
n+7
n+5
n+6
226. একটি সড়ক বাঁধের (highway embankment) চারটি section A, B, C এবং D-এর Sub-grade CBR যথাক্রমে 3%, 8%, 10%, 9%, হলে, সবচেয়ে বেশি Pavement thickness লাগবে- [R&H-01]
ব্যাখ্যা: CBR value-এর মান যত কম হবে Materials-এর শক্তি তত কম হবে। তাই, Pavement thickness তত বেশি লাগবে।
A-section-এ
D-section-এ
B-section-এ
C-section-এ
227. Water bound macadam-4 Binding material হলো- [R&H-03]
ব্যাখ্যা: Bitumen রিফাইনড ক্রুড ওয়েল হতে প্রাপ্ত একটি জৈব পদার্থ। এটি সহজে পাওয়া যায় এবং শক্তিশালী জোড়ক পদার্থ, তাই এর ব্যবহার বেশি।
Sand
Bitumen
Soil
Coarse aggregate dust
228. সময়ে সময়ে হলুদ বাতি রাস্তায় ব্যবহৃত হয়- (PWD-2000)
ব্যাখ্যা: রাস্তায় লাল বাতি ব্যবহৃত হয় গাড়ি থামার জন্য, সবুজ বাতি ব্যবহৃত হয় পুনরায় গাড়ি চলাচলের জন্য এবং হলুদ বাতি ব্যবহৃত হয় সতর্ক করার জন্য।
থামার জন্য
চলার জন্য
সতর্ক করার জন্য
উল্লিখিত কোনোটাই নয়
229. উত্তম ব্যালাস্টের আকার কত?
ব্যাখ্যা: ব্যালাস্টের টুকরা 19mm হতে 62mm পর্যন্ত এবং সর্বোচ্চ 75mm পর্যন্ত হয়। তবে মাঝারি মাপের ব্যালাস্টের আকার 19mm হতে 51 mm, যা উত্তম ব্যালাস্ট হিসেবে বিবেচিত।
১৯ মিমি থেকে ৫১ মিমি
১৯ মিমি থেকে ৪৫ মিমি
১৯ মিমি থেকে ৩০ মিমি
১০ মিমি থেকে ২৫ মিমি
230. কাঠের স্লিপারের আয়ুষ্কাল কত বছর?
ব্যাখ্যা: কাঠের স্লিপার হিসেবে সেগুন, শাল, দেবদারু, ফার ইত্যাদি ব্যবহৃত হয়। সাধারণত এর আয়ুষ্কাল ১০-১২ বছর ধরা হয়। কাঠের স্লিপারের স্টান্ডার্ড সাইজ- (i) ব্রড গেজ = 274 cm x 25.4 cm x 12.7 cm. (ii) মিটার গেজ = 183 cm x 20.3 cm x11.11 cm.
১২ থেকে ১৮ বছর
৮ থেকে ১০ বছর
৯ থেকে ১১ বছর
১০ থেকে ১২ বছর
231. বাঁকে স্লিপারের ঘনত্ব কত ধরা হয়?
ব্যাখ্যা: সরল রাস্তায় স্লিপারের ঘনত্ব n_3 হতে n+4 হয় এবং বাঁকে স্লিপারের ঘনত্ব n + 5.
n+3
n + 5.
n+7
n+1
232. রাস্তা বরাবর উন্নতি (rise) ও অবনতি (fall) এর হারকে বলে- (WD-2000)
ব্যাখ্যা: গ্রেডিয়েন্ট-এর অবনতি হলে নিম্নমুখী গ্রেডিয়েন্ট আর গ্রেডিয়েন্ট উন্নতি হলে উর্ধ্বমুখী গ্রেডিয়েন্ট। 1:500 বলতে 500 একক দৈর্ঘ্যের এলিভেশন পার্থক্য 1 একক।
Cant
Superelevation
Gradient
উল্লিখিত সবগুলো
233. একটা হাইওয়ের এক পয়েন্টে একটা গাড়ির তাৎক্ষণিক বেগকে বলে- [PWD-2000]
Design speed
Running speed
Spot speed
উল্লিখিত সবগুলো
234. কাস্ট আয়রন স্লিপারের আয়ুষ্কাল-
ব্যাখ্যা: লোহকে নির্ধারিত ফর্মায় গলিয়ে কাস্ট আয়তন স্লিপার তৈরি করা হয়। শতকরা ৬০ ভাগ ব্রডগেজে এ ধরনের স্লিপার ব্যবহৃত হয়। মায়ানমার ও পাকিস্তান ব্যতীত অন্য কোথাও এর ব্যবহার নেই। এ স্লিপার আয়ুষ্কাল 50-60 বছর।
৬০ থেকে ৭০ বছর
৫০ থেকে ৬০ বছর।
৪০ থেকে ৫০ বছর
কোনোটিই নয়
235. । চারটি materials A, B, C এবং D-এর Los Angeles Abrasion Value যথাক্রমে 30%, 15%, 40% এবং 25% হলে, সবচেয়ে শক্ত (hardest) material হবে- [R&H-01]
ব্যাখ্যা: Los Angeles Abrasion Value-এর শতকরা মান যত কম হবে Materials এর শক্তি তত বেশি হবে।
C
B
A
D
236. একটা Water-bound macadam রাস্তা নিম্নোক্ত রাস্তার একটা উদাহরণ- [PWD-2000]
Rigid pavement
Semi-rigid pavement
Flexible pavement
উল্লিখিত কোনোটিই নয়
237. গার্ডার সেতুর ওপর ব্রডগেজে স্লিপারের সর্বোচ্চ দূরত্ব-
১-৮"
০'-৮"
১'-০"
১-৬"
238. ট্রাফিক সার্ভেতে ADT হচ্ছে- [R&H-01]
ব্যাখ্যা: সঠিক উত্তর নেই। ADT = Average Daily Traffic AADT= Annual Average Daily Traffic. MADT = Monthly Average Daily Traffic.
Monthly average daily traffic volume
Monthly average daily truck volume
Annual average daily traffic volume
Average daily truck volume
239. গার্ডার সেতুর ওপর মিটার গেজ স্লিপারের সর্বোচ্চ দূরত্ব হয়-
ব্যাখ্যা: গার্ডার সেতুর উপর নিম্নলিখিত দূরত্বে স্লিপার বসানো হয়- (i) ব্রডগেজে সর্বোচ্চ দূরত্ব 50 cm বা 20 inch পরপর। (ii) মিটার গেজে সর্বোচ্চ দূরত্ব = 30cm বা 12 inch পরপর। (iii) ন্যারো গেজে বা সরু গেজে সর্বোচ্চ দূরত্ব = 25cm বা 10 inch পরপর।
১'-০"
০'-৬"
১-৩"
১'-৯"
240. Level crossing-এর প্রধান বৈশিষ্ট্য হলো- [R&H-03]
Head of the rail is flushed with ground surface
Head of the rail is flushed with formation surface
Head of the rail is flushed with level surface
Head of the rail is flushed with road surface