301. সড়কের বাঁকে অতিরিক্ত প্রশস্ততা নির্ণয়ের সমীকরণ-
এখানে, X = অতিরিক্ত প্রস্থতা
n = লেন সংখ্যা
V = গাড়ির গতিবেগ
R = বাঁকের ব্যাসার্ধ
ব্যাখ্যা: সড়কের বাঁকে অতিরিক্ত প্রশস্ততা নির্ণয়ের সমীকরণ
X=(aL^2/2R)+V/(10√R)
যেখানে, x = মোট অতিরিক্ত প্রশস্ততা, m
n = লেন সংখ্যা দেওয়া না থাকলে 2 ধরে নিতে হয়
l = সামনের ও পেছনের চাকার দূরত্ব, m
R = বাঁকের ব্যাসার্ধ, m
V = গাড়ির গতিবেগ, km/h.