382. একটি লাইনের এ.সি রেজিস্ট্যান্স তার ডি.সি রেজিস্ট্যান্স এর-
ব্যাখ্যা: AC-এর ক্ষেত্রে কারেন্ট কন্ডাক্টরের পৃষ্ঠ দিয়ে প্রবাহিত হয়, কারেন্ট সমগ্র কন্ডাক্টরের মধ্যদিয়ে প্রবাহিত হয়, যার ফলে অধিক কারেন্ট প্রবাহিত হয়। আবার ডিসি-এর ক্ষেত্রে যার কারণে কম কারেন্ট প্রবাহিত হয়।তাই, এসির ক্ষেত্রে কম কারেন্ট প্রবাহিত হয় বলে রেজিস্ট্যান্স- এর মান বেশি হয়।