Explained: ACI কোড অনুযায়ী স্টিরাপের সর্বোচ্চ ব্যবধান (Spacing), S=d/2
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
Construction joint
1. Stirrups এর সর্বোচ্চ spacing-d/2
2. Stirrup কে কী বলা হয় -web reinforcement
3. Web reinforcement কোনটি প্রতিরোধ করে- diagonal tension.
4. Diagonal tension beam এর কোথায় উৎপন্ন হয়- middle.
উত্তর সহ কয়েকটি অনুরূপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. বিম ও স্লাব একত্রে ঢালাই করলে তাকে কী বলে -টি বিম।
2. বর্তমান প্রচলিত বিম কোনটি- টি বিম।
3. কোন বিমে কক্ষের উচ্চতা বেশি পাওয়া যায় -টি বিম।
4. কোন বিমে তুলনামূলক খরচ কম- টি বিম।
29. The speacing of vertical stirrups in a rectangle beam is-
Explained: Maximum spacing of cervical stirrups is a rectangle beam is at its midpan. It's because the shear force at the midspan is very less and we used vertical strrups to coutner shear force, the spacing of vertical stirrups is minimum near the supports duito maximum shear force at the support.
33. A concentrated load is one which (কেন্দ্রীভূত লোড সেটা যা)--
Explained: বীমের যে কোন বিন্দুতে ক্রিয়ারত উলম্ব বলকে concentrated load বা point load বলে। মোমেন্ট নির্ণয়ে যে কোন লোচকেই পয়েন্ট লোড হিসাবে বিবেচনা করা হয়।
acts at a point on a beam (বীমের যে কোন বিন্দুতে ক্রিয়া করে)
spreads non-uniformly over the whole length of a Dean (অসমভাবে বিস্তৃত লোড)
spreads uniformly over the whole length of a beam(সমভাবে বিস্তৃত লোড)
R. varies uniformly over the whole length of a beam(সমভাবে পরিবর্তিত লোড)
38. Spiral Column-এ 16 mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা যায়?
Explained:- IS-এর 456: 2000 অনুযায়ী আয়তাকার Column-এ সর্বনিম্ন 4 pcs এবং spiral Column-এ সর্বনিম্ন 6 pcs রড ব্যবহার করতে হবে।
উত্তর সহ কয়েকটি অনুরুপ গুরুত্বপূর্ণ প্রশ্ন
1. Spiral Column এ 16 mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা যায় -৬ টি।
2. 35 cm 35 cm আকারের টাইড কলামে ৪ টি 20 mm dia rod আছে। 10 mm dia rod আকারের টাই রডের spacing কত- 32 cm.
3. 30 cm x 30 cm আকারের কলামের কার্যকরী দৈর্ঘ্য 3.5 m হলে, রিডাকশন ফ্যাক্টর কত- 0.76.
4. কলামের ন্যূনতম দৈর্ঘ্য এর ন্যূনতম পার্শ্বমাপের কত গুণ হওয়া উচিত-3গুণ।