Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
361. আরবি স্ল্যাবের RCC-এর তুলনায় খরচ কম
ব্যাখ্যা: RB স্ল্যাবে RCC স্ল্যাবের তুলনায় 25% খরচ কম হয়। এই স্ল্যাবে সম্পূর্ণ ইট ব্যবহার করা হয় বলে 30%-40% সিমেন্ট ও বালি খরচ কম হয়।
30%
50%
40%
25%
362. একটি আয়তাকার ক্যান্টিলিভার বিমে 4টি 22mmo bar ব্যবহার করা হয়েছে। যদি fs = 140 MPa, fc = 21 MPa হয়, তবে ঐ রডগুলোর Embedment দৈর্ঘ্য cm এককে কত হবে?
ব্যাখ্যা: Embedment length, L 4U 140x22 4x2.11 = 365 mm = 36.5 cm Ualt = D = 10.12 Fc 10.12 x√21 22 = 2.11 MPa
৩৬.৫
৪৫.২৫
৩৯.২৩
কোনোটিই নয়
363. Stirrup-এর সর্বোচ্চ spacing-
ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী স্টিরাপের সর্বোচ্চ ব্যবধান (Spacing), S=d/2
d/4
4"
d/2
d/6
364. স্পাইরাল কলামে 16mm ব্যাসের কমপক্ষে কয়টি রড ব্যবহার করা হয়?
ব্যাখ্যা: স্পাইরাল কলামে খাড়া কমপক্ষে 6টি 16mun ব্যাসের রড প্রয়োজন।
4 টি
৪ টি
6 টি
10 টি
365. একটি Circular Column-এর Minimum dimension কত?
ব্যাখ্যা: Circular Colume-এর Minimum diameter 20mm (8 inch) এর কম হবে না।
4 inch dia
8 inch dia
10 inch dia
12 inch dia
366. রিইনফোর্সমেন্ট ব্রিক ম্যাসনরির শক্তি বৃদ্ধি করতে ব্যবহার করা হয়-
মাস্ট্রিরাপ
ফ্লাট মাইল্ড স্টিল রড
মাইল্ড স্টিল
কোনোটিই নয়
367. USD পদ্ধতিতে মোমেন্টের লঘুকরণ গুণকের মান কত?
ব্যাখ্যা: USD পদ্ধতিতে মোমেন্ট-এর লঘুকরণ গুণক = 0.9
০.৪
০.৬
০.৯
০.৮
368. Slab-এ Clear cover সর্বনিম্ন কত মিমি রাখা উচিত?
ব্যাখ্যা: Slab-এ Clear cover সাধারণত 20mm-30mm রাখা হয়। তবে 15mm-এর কম রাখা উচিত নয়।
১০
১৫
১২
১৮
369. ACI কোড অনুসারে Beam-এ Minimum bending ty reinforcement কত?
[fy = yield strength of steel in Psi]
fy/200
200/fy
fy/100
100/fy
370. Beam ও Slab একত্রে ঢালাই করলে তাকে কী বলা হয়?
T-Beam
Continuous beam
Rectangular beam
কোনোটিই নয়
371. RCC beam-এ কেন Stirrup দেওয়া হয়?
ব্যাখ্যা: বিমের মধ্যস্থিত কংক্রিটের ক্ষমতার অতিরিক্ত শিয়ার পীড়নকে প্রতিরোধ করতে আলাদাভাবে যে রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়, তাকে স্টিরাপ বলে।
Flaxtural stress নেওয়ার জন্য
Shear stress নেওয়ার জন্য সাতকা
Concrete-কে ধরে রাখার জন্য
শুধুমাত্র main reinforcement-কে মধ্যস্থানে রাখার জন্য
372. নিচের কোনটিতে রড ব্যবহার করা হয়?
বিম
স্লাব
লিন্টেল
সবগুলো
373. ACI কোড অনুসারে L কার্যকরী দৈর্ঘ্যবিশিষ্ট Cantilever Slab-এর ন্যূনতম পুরুত্ব কত হবে?
ব্যাখ্যা: ACI কোড অনুযায়ী একমুখী স্ল্যাবের ন্যূনতম পুরুত্ব বা গভীরতা- (i) সাধারণভাবে স্থাপিত স্ল্যাব, t= L/25 (ii) আংশিক বিচ্ছিন্ন স্ল্যাব, t= L/30 (iii) সম্পূর্ণ বিচ্ছিন্ন স্ল্যাব,t=L/35 (iv) ক্যান্টিলিভার স্ল্যাব,t =L/12
L/12
L/20
L/16
L/24
374. পীড়নের ফলে বিমে কৌণিক ফাটলের সৃষ্টি করে, তাকে বলা হয়-
ব্যাখ্যা: যে পীড়নের ফলে বিমে কৌণিক ফাটলের সৃষ্টি হয়, তাকে ডায়াগোনাল টেনশন বলা হয়। ডায়াগোনাল টেনশন স্টিরাপের সাহায্যে প্রতিরোধ করা হয়।
Imposed Load
Shear Stress
Diagonal Tension
Bond Stress
375. রড আয়রনে কার্বনের সর্বোচ্চ মাত্রা হলো-
ব্যাখ্যা: রট (Wrought) আয়রনের কার্বনের সর্বোচ্চ মাত্রা 0.05% হতে 0.25%.
০.১৫%
১.৫%
১.৩%
২%
376. Slab-এর ক্ষেত্রে Reinforcement-এর সর্বোচ্চ % কত?
ব্যাখ্যা: স্ল্যাবের ক্ষেত্রে Reinforcement ব্যবহার করতে হয়, তার gross area-এর সর্বোচ্চ 1% থেকে 2%। (As per BS 8110) তবে সাধারণত স্ল্যাবে 0.7% থেকে ১% রিইনফোর্সমেন্ট ব্যবহার করা হয়।
2%
6%
4%
8%