282. যে-সব বিমের টেনসাইল ও কম্প্রেসিভ উভয় জোনের জন্য রিইনফোর্সমেন্ট ব্যবহৃত হয়, তাকে বলা হয়-
ব্যাখ্যা: যে সকল বিমের টেনসাইল ও কম্প্রেশন উভয় জোনে রড ব্যবহার
করা হয়, তাকে ডাবল রিইনফোর্সমেন্ট বিম বলে।
সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিমঃ যে বিমের শুধু টেনসাইল জোনে রড ব্যবহৃত হয়, তাকে সিঙ্গেল রিইনফোর্সমেন্ট বিম বলা হয়।