225. Column-এ ব্যবহৃত Lateral tie-এর Diameter নিম্নোক্ত কোনটির চেয়ে কম হবে না?
ব্যাখ্যা: Column-এ 6mm থেকে 12m ব্যবহার করা হয়। টেনসাইল শক্তি বৃদ্ধির জন্য হুক ব্যবহার করা হয়। তবে BNBC-2020- অনুযায়ী 10mm-এর কম ব্যাসের রড ব্যবহার করা উচিত।
231. কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের কত গুণের বেশি হলে লম্বা কলাম (Long Column) বলা হয়?
ব্যাখ্যা: কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এর 10 গুণের বেশি হলে, তাকে লম্বা কলাম বলে। কলামের প্রকৃত মুক্ত দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ১০ গুণের কম হলে, তাকে শর্ট কলাম বলা হয়।