Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. কোনটি গণনা পদ্ধতি নয়?
Numbering System: Decimal, Binary, Octal, Hexadecimal.
ডেসিমেল
বিসিডি
হেক্সাডেসিমেল
অকট্যাল
182. LSI-তে থাকে-
LSI = Large Scale Integration Here number of components is between 500 and 300000 or have more than 100 gates.
প্রতি চিপসে 50টির অধিক গেইট
প্রতি চিপসে 100টির অধিক গেইট
প্রতি চিপসে 100০টির অধিক গেইট
প্রতি চিপসে 1000০০টির অধিক গেইট
183. নিচের কোনটি Combinational logic circuit?
Combinational Logic Circuit Adder, Subtractor, Encoder/Decoder.
ইনকোডার
ফ্লিপ-ফ্লপ
কাউন্টার
রেজিস্টার
184. Counter-এর কাজ কোনটি?
যে সার্কিট ইনপুটে আগত ক্লক পালস গণনা করতে পারে এবং গণনাকৃত ফলাফল আউটপুটে বাইনারিতে প্রদান করতে পারে তাকে কাউন্টার বলে।
Binary bit গণনা করা
Clock pulse গণনা করা
ক ও খ
কোনোটিই নয়
185. SSI তে থাকে-
SSI - Small Scale Integration it have less than 100 components (about 10 gates)
একই ধরনের 24টি গেইট
একই ধরনের 16টি গেইট
একই ধরনের 12টি গেইট
একই ধরনের 4টি গেইট
186. I/O-এর উপর ভিত্তি করে Register কত প্রকার?
১/০ এর উপর ভিত্তি করে রেজিস্টার চার প্রকার। যথা- (i)Parallel In Parallel Out (PIPO) (ii) Parallel In Serial Out (PISO) (iii) Serial In Serial Out (SISO) (iv)Serial In Parallel Out (SIPO)
দুই
তিন
চার
পাঁচ
187. বাইনারি 1001101-কে 1's কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
1's complement-এ। কে। এবং ০ কে। করা হয় = 0110010
0110010
1100011
1111111
1000000
188. কম্পিউটারে অভ্যন্তরীণভাবে নাম্বার সংরক্ষণ ও স্থানান্তর করা হয়-
ASCII (American standard code for information interchange) এটি বিশেষ ধরনের কোড পদ্ধতি যা অধিকাংশ মাইক্রোকম্পিউটারে বর্ণমালা সংখ্যা ও বিশেষ চিহ্ন প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
বাইনারিতে
ডেসিমেল
ASCII-তে
হেক্সাডেসিমেলে
189. নিচের কোন কাউন্টারের গতি সবচেয়ে বেশি?
যে কাউন্টার এ সকল ফ্লিপফ্লপকে একসাথে ক্লক ইনপুট দ্বারা ট্রিগার করা হয় তাকে সিনক্রোনাস কাউন্টার বলে। একে প্যারালাল কাউন্টারও বলেএবং এটি দ্রুত গতিসম্পন্ন।
রিং কাউন্টার
রিপল কাউন্টার
সিনক্রোনাস কাউন্টার
অ্যাসিনক্রোনাস কাউন্টার
190. একটি থ্রি-ইনপুট লজিক গেটের তিনটি ইনপুট আছে: X = 1, Y = 0 এবং Z = 0. যদি এর আউটপুট W = 1 হয়, তবে গেটটি হবে-
Or এবং NAND gate Truth Table: OR gate-এ যে- কোনো একটি ইনপুট High হলে আউটপুট High হবে।
কেবলমাত্র NAND গেট
কেবলমাত্র OR গেট
NAND অথবা OR গেট
AND গেট
NOR গেট
191. যদি A এবং B একটি 'এক্সক্লুসিভ OR' লজিক গেট সার্কিটের ইনপুটসমূহের প্রতিনিধিত্ব করে, তবে এর আউটপুট Y নির্ণীত হবে- দ্বারা।
Y = AB + (AB) ̅
Y= (AB) ̅+ AB
Y=A+B+ AB
Y = (AB) ̅ +(AB) ̅
192. নট গেইটের কাজ হলো-
সংকেতকে বাধা প্রদান
সংকেতকে উল্টিয়ে দেওয়া
সংকেতকে শক্তিশালী করা
সংকেতকে দুর্বল করা
193. একটি রিল্যাকসেশন অসিলেটর হলো সেটি-
A relaxation oscillator is a nonlinear electronic oscillator circuit that produces a no sinusoidal repetitive output signal. Such as a triangle wave or square wave.
যার দুটি স্থায়ী অবস্থা আছে
যা অনির্দিষ্টভাবে শিথিল হয়
যা অনবরতভাবে অসিলেট করে
যা নন-সাইনুসয়ডাল আউটপুট উৎপন্ন করে
194. বাইনারি নাম্বারের সর্ব বামের বিটকে কী বলে?
বাইনারি নাম্বারের সর্ববামের বিট MSB (Most significant bit) সর্বডানের বিট LSB (Least significant bit)
Least significant bit
Low significant bit
Most significant bit
Medium significant bit
196. সিকুয়েনশিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
The basic memory element in sequential logic is the Flip-flop.
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
197. Multiplexer-এর অপর নাম কী?
Multiplexer also known as a data selector, is a device that selects between several analog or digital input signals and forwards the selected input to a single output line.
Data creator
Data generator
Data destructor
Data selector
198. Mode-10 counter-এর অপর নাম কী?
A decade counter is one that counts in decimal digits. A decade counter is a binary counter that is designed to count to 1001 (decimal 9)
Ripple counter
Programable counter
Decode counter
কোনোটিই নয়
199. MSI-তে থাকে-
MSI = Medium Scale Integration It contains less than 500 components or have more than 10 but less than 100 gates.
প্রতি গেইটে 12 থেকে 20টি চিপস
প্রতি গেইটে 12 থেকে 100টি চিপস
প্রতি গেইটে 20 থেকে 1000টি চিপস
প্রতি গেইটে 30 থেকে 10000টি চিপস
200. সাধারণ চুম্বকীয় ক্যাসেটের সাথে তুলনা করা যায় নিম্নের কোনটি?
Erasable Programmable read only memory (EPROM)
EPROM
ROM
RAM
FF