Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

ডিসি সার্কিট MCQ
141. একটি 2W, 80k2 রোধে সর্বোচ্চ কত current নিরাপদে প্রবাহিত হতে পারে?
160kA
5mA
25μΑ
40kA
142. ১২০ ভোল্ট ১০০ ওয়াট এর চারটি বাল্বের দুটি করে সিরিজ সংযোগ করা হলো। এরূপ দুটি লাইনকে প্যারালেল সংযোগ করে ২৪০ ভোল্ট উৎসের সাথে সংযুক্ত করা হলে মোট রেজিস্ট্যান্স কত হবে?
১৪৪ ওহম
১০৮ এহম
৭২ ওহম
৩৬ ওহম
143. একটি সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপসমূহের যোগফল-
ব্যাখ্যা: সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট একই থাকে, কিন্তু উপাদানগুলোর ভোল্টেজ ভিন্ন হয়। তবে সার্কিটের ভোল্টেজ ড্রপসমূহের যোগফল হবে উৎসের ভোল্টেজ বা আরোপিত ভোল্টেজের সমান।
সর্বনিম্ন ড্রপ অপেক্ষা কম
মোট ড্রপ এর গড় মানের সমান
আরোপিত ভোল্টের সমান
সর্বোচ্চ ড্রপ অপেক্ষা কম
144. সুপার পজিশন থিওরেম শুধুমাত্র সেই সকল সার্কিটেই প্রয়োগ করা হয়, যে সার্কিটে --এলিমেন্ট থাকে।
ব্যাখ্যা: যে-সকল সার্কিটে লিনিয়ার বাইল্যাটারাল এলিমেন্ট যেমন- রেজিস্টর, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকে শুধুমাত্র সে-সকল সার্কিটে সুপারপজিশন থিওরেম প্রয়োগ করা হয়।
রেজিস্টিভ
প্যাসিভ
নন-লিনিয়ার
লিনিয়ার বাইল্যাটারাল
146. 220V লাইনের আড়াআড়িতে 500W এর দুটি বাতি সিরিজ সংযোগ করা হলে 1.04 কারেন্ট নেয়। ব্যয়িত মোট পাওয়ার হবে-
220W
500W
250W
800W
147. 3Ώ-এর তিনটি রেজিস্টার ত্রিভুজাকৃতিতে সংযোগ করা হলো। যে-কোনো দুটি কোণের মধ্যবর্তী রেজিস্ট্যান্স হবে-
1Ώ
3/4Ώ
2Ώ
4/3Ώ
148. দুটি বাল্ব (200W, 240V) এবং (100W, 240V) সিরিজে একটি 240V DC source-এর সাথে যুক্ত। বাল্ব দুটি মোট কত পাওয়ার (power) নিবে?
200W
66.67W
100W
300W
149. ১০০ ওহমের ৪টি রোধকে সমান্তরালে সংযোগ করলে সমতুল্য রোধ কত?
৪০০ ওহম
১০০ ওহম
৫০ ওহম
২৫ ওহম
150. তিনটি অসমান রোধ সিরিজে একটি উৎসের সাথে সংযোগ করলে কোনটি ঘটবে?
ব্যাখ্যা: সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট একই থাকে বলে যে রোধের মান বেশি হবে তাতে তত বেশি ভোল্টেজ ড্রপ হবে। কেননা, V=IR
সর্বনিম্ন রোধে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে
সর্বোচ্চ রোধে সর্বনিম্ন কারেন্ট প্রবাহিত হবে
সর্বনিম্ন রোধে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ হবে
সর্বোচ্চ রোধে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ হবে
151. ব্যাটারির সেলগুলোকে প্যারালাল সংযোগ করলে-
ব্যাখ্যা : ব্যাটারির সেলগুলো সিরিজে সংযুক্ত করলে আউটপুট ভোল্টেজের মান বাড়বে। আর ব্যাটারির সেলগুলো প্যারালালে সংযুক্ত করলে আউটপুট কারেন্টের মান বাড়বে।
আউটপুট ভোল্টেজ বেড়ে যায়
আউটপুট ভোল্টেজ কমে যায়
আউটপুট কারেন্ট বেড়ে যায়
আউটপুট কারেন্ট কমে যায়
152. একটি balanced delta connected লোড-এর Line voltage 100V হলে এর phase voltage কত হবে?
ব্যাখ্যা: আমরা জানি, Balanced delta connected লোডে-এর Line Voltage এবং Phase Voltage সমান থাকে।
57.73V
300V
100V
173.21V
153. ২২০ ভোল্টের সোর্সের সাথে একটি ১০০ ওয়াটের বাতি সিরিজে সংযোগ করলে বিদ্যুৎ অপচয় কত হবে?
২০০ ওয়াট
৫০ ওয়াট
১০০ ওয়াট
২৫ ওয়াট
154. প্যারালেল সার্কিটই বেশি ব্যবহৃত হয়, কারণ সার্কিটে-
ভোল্টেজ স্থির থাকে
কারেন্ট হ্রাস পায়
কারেন্ট বৃদ্ধি পায়
ভোল্টেজ বৃদ্ধি পায়
155. দুটি অসমান রোধক সিরিজের একটি উৎসের সাথে সংযোগ করলে-
ব্যাখ্যা : সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্ট প্রবাহ একই থাকে বলে সর্বোচ্চ রোধকে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ হবে।
সর্বনিম্ন রোধকে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ হবে
সর্বোচ্চ রোধকে সর্বনিম্ন ভোল্টেজ ড্রপ হবে
সর্বোচ্চ রোধকে সর্বোচ্চ ভোল্টেজ ড্রপ হবে
কোনোটিই সঠিক নয়
156. যেখানে পরিবাহী স্থির এবং চৌম্বকক্ষেত্র গতিতে থাকে, সেখানে ব্যবহৃত হয়-
ব্যাখ্যা: ফ্যারাডের ১ম সূত্রঃ যখনই কোনো বন্ধ তার কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয়। ফ্যারাডের ২য় সূত্রঃ তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক।
ফ্যারাডের সূত্র
লেঞ্জের সূত্র
ফ্লেমিং-এর সূত্র
অ্যাম্পিয়ার-এর সূত্র
157. কোন বাল্বের ফিলামেন্টের রোধ 502 এবং দুই প্রান্তের বিভব পার্থক্য 200V হলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে-
2A
4A
6A
8A
158. কারশফের কারেন্ট ল (KCL) প্রযোজ্য শুধুমাত্র-
ব্যাখ্যা: কারশফের ১ম সূত্র বা কারেন্ট ল (KCL) নেটওয়ার্কের জাংশন বা লোডে প্রযোজ্য হলেও কারশফের ২য় সূত্র বা ভোল্টেজ ল (KVL) নেটওয়ার্কের লুপের জন্য প্রযোজ্য।
একটি নেটওয়ার্কের জাংশনে
একটি নেটওয়ার্কের লুপে
ইলেকট্রনিক সার্কিটে
ইলেকট্রিক সার্কিটে
159. তিনটি Resistance (যার প্রত্যেকটির মান R ohms) দিয়ে ডেল্টা সংযোগ করলে যে-কোনো দুটি Terminal এর Resistance হবে-
2/3 R
R
3R
3/2R
160. R25 বৈদ্যুতিক শক্তি এক বা একাধিক উৎস এবং বিভিন্ন প্রকারের সার্কিট উপাদানের সমন্বিত যে-কোনো ব্যবস্থাকে বলা হয়-
ব্যাখ্যা: যে-সকল উপাদান সিগন্যাল এনার্জিকে বৃদ্ধি করতে সক্ষম তাদেরকে অ্যাকটিভ নেটওয়ার্ক বলে। এগুলো ইলেকট্রিক্যাল সিগন্যালের একটি উৎস।
বৈদ্যুতিক সার্কিট
বৈদ্যুতিক নেটওয়ার্ক
অ্যাকটিভ নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক