Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
101. একটি সার্কিট বা নেটওয়ার্ক, যাতে ইএমএফ-এর কোন উৎসই থাকে না, তাকে বলা হয়-
অ্যাকটিভ নেটওয়ার্ক
'টি' নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
'পাই' নেটওয়ার্ক
102. যদি একটি সার্কিটে কারেন্ট রেটিং-এর চেয়ে উচ্চতর মানের ফিউজ তার ব্যবহার করা হয়, তবে এটি যেহেতু অতিরিক্ত কারেন্ট বহন করে,--
ব্যাখ্যা: সার্কিটে কারেন্ট রেটিং-এর চেয়ে কম রেটিং-এর ফিউজ ব্যবহার করা হয়, যেন সার্কিটের যে-কোনো ফল্টে ফিউজ জ্বলে গিয়ে সার্কিটকে রক্ষা করে। যদি কারেন্ট রেটিং-এর থেকে উচ্চমানের ফিউজ ব্যবহার করা হয় তবে সার্কিটের যে- কোনো ফন্টে ফিউজ জ্বলে যাবে না ফলে মারাত্মক শর্ট সার্কিট ও ওভারলোডেভ হয়ে সংযোগকৃত লোডের ক্ষতি হবে।
সেহেতু ঘন ঘন পুড়ে যাবে
সার্কিটে উন্নতর নিরাপত্তা প্রদান করবে
মেইনটেন্যান্স ব্যয় বেড়ে যাবে
সার্কিট মারাত্মক ওভারলোডেড হবে
103. 100W, 200V-এর দুটি বাতিকে সিরিজে সংযুক্ত করে 200V সাপ্লাই-এ সংযোগ দেয়া হলো। প্রতিটি বাতি কর্তৃক গৃহীত মোট পাওয়ার হবে- ওয়াট।
50
100
25
200
104. নিম্নের কোন পদার্থটির রেজিস্ট্যান্সের নেগেটিভ টেম্পারেচার অব কো-ইফিসিয়েন্ট আছে?
ব্যাখ্যা: Semiconductor materials Carbon, silicon, Germanium have negative temperature coefficients of resistance
ব্রাস
কপার
অ্যালুমিনিয়াম
কার্বন
105. ফ্লেক্সিবল ক্যাবলের জন্য কোন্ ইন্সুলেশনটি সবচেয়ে উপযোগী?
ম্যাগনেশিয়াম অক্সাইড
গ্লাস ফাইবার
ইদুলেটিং টেপ
পলিভিনাইল ক্লোরাইড
106. একটি কনস্ট্যান্ট পটেনশিয়াল বিশিষ্ট একটি সার্কিটে যখন রেজিস্ট্যান্স যোগ করা হয়, তখন কারেন্ট-
একই অনুপাতে হ্রাস পায়
একই অনুপাতে বৃদ্ধি পায়
অপরিবর্তিত থাকে
ফ্লাকচুয়েট করে
107. যদি 5 Ω, 10 Ω এবং 20 Ω -এর তিনটি রেজিস্টর। প্যারালেলে সংযোগ করা হয়, তবে তাদের সম্মিলিত রেজিস্ট্যান্স হবে-
5 Ω -এর চেয়ে কম
5 Ω এবং 10 Ω -এর মাঝামাঝি
10 Ω এবং 20 Ω -এর মাঝামাঝি
20 Ω -এর বেশি
108. নিম্নের কোন্ ইদুলেটরটি তাপ কর্তৃক সর্বাধিক প্রভাবিত হয়?
গ্লাস
পেপার
পিভিসি
পোরসেলিন
109. একটি অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের প্রতি অ্যাম্পিয়ার-মিটারে ভোল্টেজ ড্রপ, একই সাইজের একটি কপার কন্ডাকটরের তুলনায় উচ্চতর হয়, কারণ এর উচ্চতর-
ইন্সুলেশন
রেজিস্ট্যান্স কন্ডাকটিভিটি
কারেন্ট ডেনসিটি
রেজিস্টিভিটি
110. একটি সার্কিট বা নেটওয়ার্ক, যাতে এক বা একাধিক ইএমএফ-এর উৎস থাকে, তাকে বলা হয় --
অ্যাকটিভ নেটওয়ার্ক
প্যাসিভ নেটওয়ার্ক
'এল' নেটওয়ার্ক
'টি' নেটওয়ার্ক
111. একটি ক্যাবলের ইদুলেশন রেজিস্ট্যান্স 300MQ/km. 250 মিটার দৈর্ঘ্যের জন্য এর মান হবে- ΜΩ
75
150
1200
600
112. একটি উৎস, যা লোড রেজিস্ট্যান্সের পরিবর্তন যাই হোক না কেন, এর প্রান্তদ্বয়ের মাধ্যমে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট বিতরণ করে। তাকে বলে-
কারেন্ট সোর্স
কন্ট্রোল্ড সোর্স
ভোল্টেজ সোর্স
ডিপেন্ডেন্ট সোর্স
113. নিম্নের কোনটির রেজিস্টিভিটি সবচেয়ে কম?
আয়রন
কপার
সিলভার
পলিথিন
114. নিম্নের কোন্টি ইলেকট্রিসিটির জন্য একটি সুপরিবাহী?
জারমেনিয়াম
গ্লাস (গলিত নয়)
গ্লাস (গলিত)
মাইকা
115. ফিউজের জন্য ব্যবহৃত পদার্থের অবশ্যই থাকতে হয়-
লো-মেল্টিং পয়েন্ট এবং লো-স্পেসিফিক রেজিস্ট্যান্স
হাই-মেল্টিং পয়েন্ট এবং লো-স্পেসিফিক রেজিস্ট্যান্স
হাই-মেল্টিং পয়েন্ট এবং হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স
লো-মেল্টিং পয়েন্ট এবং হাই-স্পেসিফিক রেজিস্ট্যান্স
116. 100W, 100V-এর চারটি হিটার সিরিজে সংযুক্ত করে 600V সার্কিটের আড়াআড়িতে সংযোগ দেয়া হলো। চারটি হিটার কর্তৃক প্রদত্ত তাপ হবে- ওয়াট।
400
800
900
2000
117. যদি 220V-এর একটি হিটারকে 110V লাইনে ব্যবহার করা হয়, তবে এটা কর্তৃক উৎপন্ন তাপ হবে-
অর্ধেক
এক-চতুর্থাংশ
দ্বিগুণ
চারগুণ
118. কোনটি প্যারামিটার নয়?
রেজিস্ট্যান্স
ইন্ডাকট্যান্স
ক্যাপাসিট্যান্স
রেজোন্যান্স
119. একটি 220V, 7.5kW মোটরের নিরাপত্তার জন্য ফিউজের সর্বোচ্চ সাইজ হওয়া উচিত অ্যাম্পিয়ার।
34.09
60
75
20
120. সমান দৈর্ঘ্যের নগ্ন কপার তার 12 নং এবং 18 নং তুলনা করলে 12 নং তারের ---হবে নিম্নতর।
ওজন
স্ট্রেংথ
রেজিস্ট্যান্স
মূল্য