Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে—
দর্পণ
লেন্স
প্রিজম
সবগুলো
2. ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহকৃত পানির উৎস-
তথ্য: ঢাকা ওয়াসা কর্তৃক সরবরাহকৃত পানির উৎস সারফেস ওয়াটার ও সাব-সারফেস ওয়াটার।
সারফেস ও সাব-সারফেস ওয়াটার
সারফেস ওয়াটার
ওয়াটার সাব-সারফেস
রেইন ওয়াটার
3. পারদের আপেক্ষিক গুরুত্ব-
তথ্য: পারদের আপেক্ষিক গুরুত্ব। অর্থ্যাৎ, পারদ পানির চেয়ে ১৩.৬ গুণ বেশি ভারী।
১৩.৬
০.৬৫
০.৮
5. ত্রিভুজায়ন জরিপে সর্বপ্রথম মাপা হয়-
সর্ববৃহৎ রেফারেন্স লাইন হলো ভিত্তিরেখা। ত্রিভুজায়ন জরিপে সর্বপ্রথম ভিত্তিরেখা মাপা নেয়া হয়।
ভিত্তি রেখা
অফসেট রেখা
নিরিক্ষা রেখা
কোনোটি নয়
6. তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায়-
তথ্য: তরল পদার্থ পাইপের মধ্য দিয়ে প্রবাহের পথে বাধাপ্রাপ্ত হলে তা অতিক্রম করার পর পুনরায় সংকুচিত হয়।
বৃদ্ধি পায়
ঘর্ষণপ্রাপ্ত হয়
বাধাপ্রাপ্ত হয়
সংকুচিত হয়
7. পোর্টল্যান্ড সিমেন্ট চুনের পরিমাণ --
40 to 50%
20 to 25%
70 to 75%
60 to 65%
8. জল সমতল হতে তলদেশের খাড়া দূরত্বকে বলে-
ব্যাখ্যা: জল সমতল হতে তলদেশের খাড়া দূরত্বকে বলে সাউন্ডিং।
এলিভেমশন
সাউন্ডিং
দুরত্ব
লম্বকৃত সাউন্ডিং
9. স্পাইরাল কলামে কতটি 16 mm dia রড় ব্যবহার করতে হবে?
তথ্য:. BNBC স্পাইরাল কলামে minimum 6 টি 16 mm dia রড় ব্যবহার করতে হবে।
4
6
10
10. টাকায় ৫টি মার্বেল বিক্রয় করায় ১২% ক্ষতি হয় ১০% লাভ করতে হলে টাকায় কতটি মার্বেল বিক্রি করতে হবে?
11. কনক্রিট এর কিউরিং এর সময়—
৭ দিন
২৮ দিন
১৪ দিন
২৮ দিন
13. The maximum discharge of a tube well is about (টিউবয়েলের সর্বোচ্চ নির্গমন)
5 liters/sec
50 liters/sec
500 liters/sec
1000 liters/sec
14. যে যন্ত্রের সাহায্যে বায়ুমন্ডলের চাপ নির্ণয় করা হয় তাকে বলে-
ব্যারোমিটার
টেকনোমিটার
ব্যারোমিটার
ওডোমিটার
15. কোনটি সূর্য সিগন্যালের অর্ন্তভূক্ত-
হেলিউগ্রাম
অফসেট রেখা
পোল সিগন্যাল
টার্গেট সিগন্যাল
16. পানি বরফে পরিণত হলে কি ঘটে-
আয়তন বৃদ্ধি ঘটে
ঘণত্ব বৃদ্ধি ঘটে
ভর কমে
আয়তন বৃদ্ধি হবে না
17. কোন যন্ত্রে বর্ণোলির সূত্র ব্যবহার করা হয়?
অরিফিল
পিটট টিউব
ভেনচুরি
সবগুলো
18. The maximum number of steps in a fight should generally be restricted to (একটি ফ্লাইটে সর্বোচ্চ কয়টি ধাপা থাকা উচিত ?)
১০ টি
১৫ টি
১২ টি
১৮ টি
19. When first class brick is mark 24 hours in water how much water well absorbed of its weight?(প্রথম শ্রেণির ইট ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে তার ওজনের কত অংশ পানি শোষণ করে)-
তথ্য: প্রথম শ্রেণির ইট ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে তার ওজনের 1/6 অংশের বেশি পানি শোষণ করবে না।
1/3
1/4
1/6
1/7
20. টেনসাইল স্ট্রেস্থ অব কনক্রিট এর মান কত-
2-5 Mpa
12-15 Mpa
0-5 Mpa
12-10 Mpa