153. আনুভূমিক ইঞ্জিনে সিলিন্ডারের ভেতর পিস্টনের মাথা সর্বাধিক যে অবস্থানে পৌঁছাতে পারে, তাকে -- বলে।
(ক) টপ ডেড সেন্টার (TDC) : সিলিন্ডারের ভিতর পিস্টনের সর্বোচ্চ অবস্থান, যার উপর পিস্টন উঠতে পারে না, তাকেই টপ ডেড সেন্টার (TDC) বলে।
(খ) বটম ডেড সেন্টার (BDC): ইঞ্জিন সিলিন্ডারের ভিতর পিস্টনের সর্বনিম্ন অবস্থান, যার নিচে পিস্টন নামতে পারে না, তাকেই বটম ডেড সেন্টার (BDC) বলে।
(গ) স্ট্রোক দৈর্ঘ্য (Stroke length) 3 BDC থেকে TDC পর্যন্ত দৈর্ঘ্যকেই স্ট্রোক দৈর্ঘ্য (Strok length) বলে।
উল্লম্ব ইঞ্জিন (Vertical engine) -
(i) TDC (Top Dead Centre)
(ii) BDC (Bottom Dead centre)
আনুভূমিক ইঞ্জিন (Horizontal engine) -
(i) IDC (Inner Dead centre)
(ⅱ) ODC (Outer Dead centre)