Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
81. চার স্ট্রোক ইঞ্জিনে স্পাক সংঘঠিত হয় কোথায়?
সংকোচন ঘাত (Compression stroke)? এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। পিস্টন বিডিসি হতে টিডিসি-এর দিকে যেতে থাকে। চার্জ রুদ্ধতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থান করে। এতে এয়ার ফুয়েল চার্জের চাপ বেড়ে 6-10 kg/cm² এবং তাপমাত্রা বেড়ে 250°C-300°C এ পরিণত হয়। প্রজ্বলন (Combustion) : এয়ার ফুয়েল মিক্সচার ইলেকট্রিক স্পার্কের (স্পার্ক ভোল্টেজ 10,000 25,000V) সাহায্যে প্রজ্বলন ঘটানো হয়। দহন ক্রিয়া সমায়তনে সংঘটিত হয়। দহনের ফলে উষ্ণতা বৃদ্ধি পেয়ে 2000°C. এ পৌঁছে এবং চাপও অনেক বেড়ে যায় (প্রায় 30-35kg/cm²)।
পাওয়ার স্ট্রোকে
এগজস্ট স্ট্রোকে
কম্প্রেশন স্ট্রোকে
সাকশন স্ট্রোকেদদ
82. কোনটি ক্ষতিকর গ্যাস?
কার্বন মনোক্সাইড (CO₂) একটি বর্ণহীন, গন্ধহীন ও স্বাদহীন বিষাক্ত গ্যাস। এ গ্যাস প্রাণিকুলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কার্বন মনোক্সাইড মানুষের অজান্তেই খুব সহজেই শ্বাসের সাথে ফুসফুসে চলে যায়। সেখানে গিয়ে এ গ্যাস ব্যাপন প্রক্রিয়ায় রক্তে প্রবেশ করে এবং রক্তের হিমোগ্লোবিনের সাথে একটি জটিল যৌগ তৈরি করে। Hb + CO →Hb(CO) জটিল যৌগ এর ফলে অক্সিজেন বহুরূপে কাজ করতে পারে না, শ্বাসকষ্ট হয় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এজন্য কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতকও বলা হয়।
ওজোন
হিলিয়াম
নাইট্রোজেন
কার্বন মনোক্সাইড
83. দুই স্ট্রোক সাইকেল ইঞ্জিনে ভালভ সাধারণত কতটি থাকে?
২টি
৪টি
৮টি
একটিও না
84. একটি ছোট ইঞ্জিনের ক্ষমতা বাড়ানো যায়-
টার্বো-চার্জিং (Turbo-charging): Exhaust gas দ্বারা Compressor পরিচালিত করে উচ্চ তাপীয় এবং চাপীয় বাতাস ইঞ্জিনে প্রবেশের মাধ্যমে ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা বাড়ানো যায়। সুপারচার্জিং (Supercharging) : ক্র্যাঙ্কশ্যাফটের দ্বারা Compressar পরিচালিত করে অনেক বেশি উচ্চতাপীয় এবং চাপীয় বাতাস ইঞ্জিনে প্রবেশের মাধ্যমে ইঞ্জিনের ক্ষমতা বা দক্ষতা বাড়ানো যায়।
সিলিন্ডার বড় করে
টার্বো চার্জিং করে
ডিজেল ব্যবহার করে
পিস্টনে Stroke বাড়িয়ে
85. ইগনিশন সিস্টেম প্রধানত-
ইগনিশন প্রধানত চার (৪) প্রকার, যথা- 1. Coil breaker point ignition: 2. High-energy electronic ignition; 3. Distributor-less (Waste spark) ignition; 4. Coil-on-plug ignition.
২ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
৮ প্রকার
86. একটি ভালো ইঞ্জিনের আয়তনিক দক্ষতা (Volumetric efficiency) কত প্রকার?
নরমাল টেম্পারেচার এবং প্রেসারে (NTP) ইঞ্জিন সিলিন্ডারে শোষিত বাতাস ও জ্বালানির মিশ্রণের প্রকৃত পরিমাণ এবং সিলিন্ডারের সর্বমোট আয়তন (সোয়েন্ট আয়তন), এ দুয়ের মধ্যকার অনুপাতকে আয়তনিক দক্ষতা বা ভলিউমেট্রিক ইফিসিয়েন্সি বলে। একটি ভালো ইঞ্জিনের Volumetric efficiency নিম্নোক্ত ধরনের হয়ে থাকে- Petrol engine: 70%-80% পর্যন্ত Diesel engine: 75% 86% (সুপার চার্জহীন) 8.5%-95% (সুপার চার্জসহ)
১০%
৭৫-৯০%
৫%
২-৮%
87. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
ড. রুডলফ ডিজেল
জেমস্ ওয়াট
মিস্টার অটো
এডিসন
88. কোন স্ট্রোকে ভালভ দুটি বন্ধ থাকে?
প্রসারণ ঘাত (Expansion or Working stroke) : এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। প্রজ্বলিত গ্যাসের চাপে পিস্টন টিডিসি হতে বিডিসি-এর দিকে চলে যায়। এ প্রসারণ রুদ্ধতাপে সংঘটিত হয়। পিস্টনের এ সম্প্রসারণ ক্রিয়া দিয়ে ক্র্যাঙ্কশ্যাফট ঘূর্ণন গতি লাভ করে। সংকোচন ঘাত (Compression stroke) : এই স্ট্রোকে উভয় ভালভ বন্ধ থাকে। পিস্টন বিডিসি হতে টিডিসি-এর দিকে যেতে থাকে। চার্জ রুদ্ধতাপে সংকুচিত হয়ে ক্লিয়ারেন্স ভলিউমে অবস্থান করে।
পাওয়ার ও কম্প্রেশন
ইনটেক ও এগজস্ট
পাওযার ও এগজস্ট
কম্প্রেশন ইনটেক
89. একটি সাবস্ট্যান্স (Substance) যার লিকুইড স্টেট সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়, তখন তা-
ভেপার
পারফেক্ট গ্যাস
বাতাস
বাষ্প
90. সিএনজি গ্যাসের প্রধান উপাদান কী?
সিএনজি (CNG) মানে হচ্ছে- Compressed Natural Gas বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস। সিএনজি গ্যাসের প্রধান উপাদান হলো- মিথেন (CHL), যা শতকরা প্রায় ৮০-৯০ ভাগ। বাংলাদেশে পাওয়া প্রাকৃতিক গ্যাসের শতকরা ৯৯% হলো বিশুদ্ধ মিথেন। মিথেন গ্যাসকে প্রায় ২০০-২৪৮ বার চাপে সংকুচিত করে CNG-তে রূপান্তর করা হয়।
মিথেন
ইথেন
বিউটেন
পেট্রোল
91. একই সাইজের SI ইঞ্জিনের কম্প্রেশন রেশিও-
একই সাইজের SI ও CI engine-এর ক্ষেত্রে কম্প্রেশন রেশিও- SI বা Petrol engine: 7:1 হতে 12:1 CI বা Diesel engine: 13:1 হতে 22:1
CI ইঞ্জিনের চেয়ে কম
CI ইঞ্জিনের সমান
CI ইঞ্জিনের চেয়ে বেশি
CI ইঞ্জিনের সমান অথবা বেশি
92. ডিজেলের Calorific value কত?
জ্বালানির উত্তাপন মান (Calorific value of fuel): একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির পরিপূর্ণ দহন হতে যে পরিমাণ তাপ পাওয়া যায়, তা-ই হলো ঐ জ্বালানির উত্তাপন মান (Calorific value)।
36.5 MJ/kg
38.5 MJ/kg
42.5 MJ/kg
45.5 MJ/kg
93. জেমস্ ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কত সালে?
১৫৮৭ সালে
১৭৫৮ সালে
১৮৫৭ সালে
১৫৭৮ সালে
95. নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কাজের পরিমাণ-
আমরা জানি, W = FS = 1(N) x 1(m) = 1 (N-m)=1J
1 নিউটন-মিটার
1 জুল
0 মিটার-নিউটন
কোনোটিই না
96. কোন ফুয়েলের জ্বালানি তাপীয় মান সর্বাধিক?
পিট কয়লা
কোক
বিটুমিন কয়লা
ডিজেল
97. স্টিম ইঞ্জিন একটি-
অন্তর্দহন ইঞ্জিন
বহির্দহন ইঞ্জিন
গ্যাস ইঞ্জিন
উভয় ইঞ্জিন
98. সুপারহিটেড ভেপারের আচরণ অনেকটা কীসের মতো?
পারফেক্ট গ্যাসের
বাতাসের
স্টিমের
সাধারণ গ্যাসের
99. ইঞ্জিনের কোন অংশকে ইঞ্জিনের মেরুদণ্ড বলা হয়?
যে-কোনো ইঞ্জিনের জন্য ক্র্যাঙ্কশ্যাফ্ট মূল যন্ত্রাংশ হিসেবে কাজ করে। এটা পিস্টনের রেসিপ্রোকেটিং ঘূর্ণন গতিকে চক্রাকার ঘূর্ণনগতিতে পরিণত করে।
ভালভ
ফ্লাইহুইল
ক্র্যাঙ্কশ্যাফট
ক্যামশ্যাফট