67. একটি আইডিয়াল মেশিন (Ideal machine)- কর্মদক্ষতা কত?
আইডিয়াল মেশিন (Ideal machine) হলো- একটি কাল্পনিক বা আনুমানমূলক বা প্রকল্পিত (Hypothetical) মেশিন, যার আউটপুটের (Output) কাজ এবং ইনপুটের (Input) কাজ সমান। এই মেশিনে কোনোরূপ ঘর্ষণ বা ফ্রিকশন লস না থাকায় দক্ষতা ১০০% হয়ে থাকে। যদিও বাস্তবে এ রকম মেশিন তৈরি করা সম্ভব নয়, কারণ মেশিনের গতির কারণে ঘর্ষণ ও অন্যান্য কিছু লস হয়ে থাকে। তাই বাস্তবে সকল মেশিনের ইনপুটের কাজ আউটপুটের কাজ হতে বেশি হয়।