221. টাংগুয়ার হাওরকে বিশ্ব ঐতিহ্যের অংশ কেন বলা হয়?
ব্যাখ্যা: টাংগুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত। এর আয়তন ১০০ বর্গকিমি। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট। বিভিন্ন জলজ উদ্ভিদ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত।
ব্যাখ্যা: ১৯১৭ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে মেহেরপুর জেলার মুজিবনগরে। আর তাই ১৭ এপ্রিল বাংলাদেশে পালিত হয় মুজিবনগর দিবস হিসেবে। অন্যদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়।
ব্যাখ্যা: 'সাঙ্গু' বাংলাদেশের সাগর বক্ষে অবস্থিত প্রথম ও একমাত্র গ্যাসক্ষেত্র। ১৯৯৬ সালে আবিষ্কৃত এ গ্যাসক্ষেত্রটির অবস্থান চট্টগ্রামের সলিমপুর থেকে ৫০ কিলোমিটার দূরত্বে বঙ্গোপসাগরে।
ব্যাখ্যা: সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে পশুর নদীর তীরে বাগেরহাট জেলার রামপালে অবস্থিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এটি ভারত এবং বাংলাদেশের যৌথ বিদ্যুৎ প্রকল্প।
228. 'কারাগারের রোজনামচা' বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত সালের বন্দি জীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করা হয়েছে?
ব্যাখ্যাঃ ১৭ মার্চ ২০১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীর দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' প্রকাশিত হয়। বইটিতে বঙ্গবন্ধুর ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত কারাগারে অবস্থানকালের স্মৃতি স্থান পেয়েছে।
231. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদীটির নাম কী?
ব্যাখ্যাঃ নাফ নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের কক্সবাজার জেলার একটি নদী। এটি বাংলাদেশ-মায়ানমারের (বার্মার) মধ্যবর্তী সীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য ৬৩ কিলোমিটার এবং গড় প্রস্থ ১৩৬৪ মিটার।
ব্যাখ্যা: বাংলাদেশের মোট ৩২টি সীমান্তবর্তী জেলার মধ্যে ভারতের সাথে সীমান্ত রয়েছে ৩০টি জেলার এবং মিয়ানমারের সাথে সীমান্তবর্তী ৩টি জেলা (রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার)।
ব্যাখ্যা: ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত 'মুজিববর্ষ' ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এটি ১৯৫টি দেশ পালন করে।
ব্যাখ্যাঃ কক্সবাজার জেলায় অবস্থিত দ্বীপ হচ্ছে মহেশখালী, সোনাদিয়া এবং কুতুবদিয়া। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ এবং একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা। বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ হয়েই সুন্দরবন।
238. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে?
ব্যাখ্যা: ১৯৭১ সালে ২৬ মার্চ তথা স্বাধীনতার ঘোষণা সংবিধানের ষষ্ঠ তফশিলে লিপিবদ্ধ আছে। ঘোষণাটি ওয়্যারল্যাসের মাধ্যমে প্রদান করা হয়। উল্লেখ্য, সংবিধানে মোট ৭টি তফশিল রয়েছে।
ব্যাখ্যা: রামসার কনভেনশনের অধীনে এখন পর্যন্ত বাংলাদেশের ২টি স্থানকে 'রামসার এলাকা' হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এ দুটি এলাকা হলো টাঙ্গুয়ার হাওর এবং সুন্দরবন রিজার্ভ ফরেস্ট।