274. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ব্যাখ্যাঃ দহগ্রাম ইউনিয়ন বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন ও বাংলাদেশের অন্যতম বৃহৎ ছিটমহল, যা ভারতের মূল ভূখন্ডের মধ্যে অবস্থিত। এর তিন দিকে ভারতের কুচবিহার জেলা, একদিকে তিস্তা নদী, নদীর ওপারেও ভারতীয় ভূখন্ড। ভৌগোলিক কারণে এটি দহগ্রাম- আঙ্গোরপোতা ছিটমহল নামেই বেশি পরিচিত।