Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
121. 'গণহত্যা জাদুঘর' কোথায় অবস্থিত?
ব্যাখ্যা: বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘরটি খুলনায় অবস্থিত। এটি দেশের একমাত্র গণহত্যা জাদুঘর। মুক্তিযুদ্ধসংক্রান্ত প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণ এবং চুকনগর গণহত্যার স্মৃতিস্বরূপ জাদুঘরটি খুলনায় স্থাপন করা হয়েছে। জাদুঘরটি '১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর' নামে পরিচিত। ২০১৪ সালের ১৭ মে জাদুঘরটির যাত্রা শুরু হয়।
ঢাকা
চট্টগ্রাম
কুমিল্লা
খুলনা
122. বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়?
ব্যাখ্যা ১৯৭২ সালের ৮ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়। এটি একটি সাংবিধানিক সংস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের নবম ভাগের ১৩৭নং অনুচ্ছেদে এক বা একাধিক সরকারি কর্মকমিশন গঠনের কথা বলা হয়েছে। প্রজাতন্ত্রের বেসামরিক কর্মচারী, প্রশাসনের কর্মচারী নিয়োগ, বদলি, পদোন্নতি ও অন্যান্য বিষয়াদি নির্ধারণ করা এ কমিশনের কাজ। ১৯৭২ সালে দুটি কর্ম কমিশন গঠন করা হয়। ১৯৭৭ সালে দুটি কমিশনকে একীভূত করে 'বাংলাদেশ সরকারি কর্ম কমিশন' নামে একটি কমিশনে পরিণত করা হয়।
৬ এপ্রিল, ১৯৭২
৭ এপ্রিল, ১৯৭২
৮ এপ্রিল, ১৯৭২
৯ এপ্রিল, ১৯৭২
123. বাংলাদেশের কয়টি জেলার সাথে 'সুন্দরবন' সংযুক্ত আছে?
[Note: বন অধিদপ্তরের তথ্যানুযায়ী- সুন্দরবন বাংলাদেশের ৩টি জেলাজুড়ে (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) বিস্তৃত। তবে মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যানুযায়ী- বাংলাদেশের ৫টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত। সেগুলো হলো- খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী।।
৪ (চার) টি
৬ (ছয়) টি
৫ (পাঁচ) টি
৭ (সাত) টি
124. 'জয় বাংলা'-কে জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন করা হয়?
২ মার্চ, ২০২২
৩ মার্চ, ২০২২
৪ মার্চ, ২০২২
৫ মার্চ, ২০২২
125. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?
চুনাপাথর
প্রাকৃতিক গ্যাস
চীনামাটি
মেনাইট
126. দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?
চট্টগ্রাম
ফেনী
নরসিংদী
ময়মনসিংহ
127. পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয়?
ব্যাখ্যা :বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ ও অভিভাবকত্ব এই পাঁচটি গুরুত্বপূর্ণ পারিবারিক সমস্যার নিষ্পত্তি সম্পর্কিত অধ্যাদেশ ১৯৮৫ সালে জারি করা হয়। এই আইন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলা ব্যতীত সারাদেশের জন্য প্রযোজ্য। উল্লেখ্য, বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন প্রণীত হয় ১৯৬১ সালে।
১৯৮০ সালে
১৯৮১ সালে
১৯৮৫ সালে
১৯৬১ সালে
128. নভেরা আহমেদের পরিচয় কী হিসেবে?
কবি
নাট্যকার
কণ্ঠশিল্পী
ভাস্কর
129. বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
ব্যাখ্যা বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র বা Bangladesh Forest Research Institute (BFRI) চট্টগ্রামের ষোলশহরে অবস্থিত। এটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়। গবেষণা কেন্দ্রটি বনজসম্পদের রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, নতুন বনাঞ্চল সৃষ্টি সংক্রান্ত গবেষণার কাজ করে থাকে।
রাজশাহী
কুমিল্লা
চট্টগ্রাম
গাজীপুর
130. বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত?
চাঁদপুর
ময়মনসিংহ
ফরিদপুর
ভোলা
131. বাংলাদেশের সংবিধান অনুযায়ী "কোর্ট অব রেকর্ড" হিসেবে গণ্য --
লেবার কোর্ট
জজ কোর্ট
হাই কোর্ট
সুপ্রীম কোর্ট
132. 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
ব্যাখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রথমভাগের ৩নং অনুচ্ছেদে 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা' কথাটি বলা হয়েছে। অন্যদিকে, ২নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, ৪নং অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক এবং ৫নং অনুচ্ছেদে প্রজাতন্ত্রের রাজধানী ঢাকার কথা বলা হয়েছে।
অনুচ্ছেদ: ২
অনুচ্ছেদ: ৪
অনুচ্ছেদ: ৩
অনুচ্ছেদ: ৫
133. 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক-
ব্যাখ্যা ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' নামে একটি রাজনৈতিক দল গঠিত হয়। দলটির নামকরণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি দলটির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। এছাড়া সহ- সভাপতি ছিলেন আতাউর রহমান খান। শামছুল হক ছিলেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। উল্লেখ্য, ১৯৫৫ সালে ধর্মনিরপেক্ষতার রূপ দিতে তার দলের নাম থেকে 'মুসলিম' শব্দটি বাদ দেওয়া হয়।
শেখ মুজিবুর রহমান
শামছুল হক
আতাউর রহমান খান
আবুল হাশিম
134. বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
ব্যাখ্যা) সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পনা কমিশন। বাংলাদেশে এ পর্যন্ত মোট ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮ সাল। সর্বশেষ ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ২০২১-২০২৫ সাল পর্যন্ত। উল্লেখ্য, উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক দেশ সাবেক সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)।
৬ (ছয়) টি
৮ (আট) টি
৭ (সাত) টি
৯ (নয়) টি
135. ইউরিয়া সারের কাঁচামাল কী?
প্রাকৃতিক গ্যাস
চুনাপাথর
মিথেন গ্যাস
মেনাইট
136. মহান মুক্তিযুদ্ধের সময় 'ঢাকা শহর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
২ (দুই) নম্বর
৪(চার) নম্বর
৩ (তিন) নম্বর
৫ (পাঁচ) নম্বর
137. 'e-TIN' চালু করা হয় কত সালে?
২০১৩ সালে
২০১৫ সালে
২০১৪ সালে
২০১৬ সালে
138. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে?
চতুর্থ তফসিল
ঘষ্ঠ তফসিল
পঞ্চম তফসিল
সপ্তম তফসিল
139. ফোনটি বিচার বিভাগের কাজ নয়?
(ব্যাখ্যা :সংবিধান প্রণয়ন বা অন্যান্য আইন প্রণয়নের ক্ষমতা আইন বিভাগের। অন্যদিকে আইনের প্রয়োগ, ব্যাখ্যা বা সংবিধানের ব্যাখ্যা প্রদানের কাজ বিচার বিভাগের এখতিয়ারভুক্ত।
আইনের প্রয়োগ
আইনের ব্যাখ্যা
সংবিধানের ব্যাখ্যা
সংবিধান প্রণয়ন
140. কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়?
ব্যাখ্যা দেশে মানি লন্ডারিং ঠেকাতে ২০১২ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রণয়ন করা হয়। উক্ত আইনে ২৭ ধরনের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত ক্যান হয়। উল্লেখ্য, ২০১২ সালে প্রণীত আরও কয়েকটিন উল্লেখযোগ্য আইন হলো- মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী (সংরক্ষণ)। আইন, হিন্দু বিবাহ নিবন্ধন আইন ইত্যাদি।
২০১১ সালে
২০১৩ সালে
২০১২ সালে
২০১৪ সালে