144. 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়--
ব্যাখ্যা ক্রিপস মিশনের ব্যর্থতা, জাপান কর্তৃক আক্রমণের সম্ভাবনা, দ্রব্যমূল্য বৃদ্ধি, ইংরেজদের পোড়ামাটি নীতি এবং তাদের তীব্র দমননীতিসহ বেশকিছু কারণে ১৯৪২ সালের ৮ আগস্ট থেকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে 'ভারত ছাড়' আন্দোলন শুরু হয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে পরিচালিত এ আন্দোলনের মূলমন্ত্র ছিল 'করব না হয় মরব'। বিভিন্ন কারণে এ আন্দোলন ব্যর্থ হলেও এটি ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা অর্জনকে ত্বরান্বিত করেছিল।