21. নিচের কোনটিকে পাতন করে তলানি হিসাবে পিচ পাওয়া যায়-
ব্যাখ্যা: পিচ (Pitch): Bituminous গুন সম্পন্ন ও কালো বর্ণের
সান্দ্র পদার্থ। টার ও জৈব পদার্থের পাতন প্রক্রিয়ায় পিচ পাওয়া যায়।
আলকাতরা (Tar): আলকাতরা গাঢ় কালো সান্দ্রতা গুণসম্পন্ন
হাইড্রোকার্বন। কয়লা, কাঠ ও পেট্রোলিয়াম হতে টার পাওয়া যায়।
কাঠ ও কয়লার বিদ্ধংশী পাতনে (অক্সিজেনের অনুপস্থিতিতে)
আলকাতরা বা Tar পাওয়া যায়।
বিটুমিন (Bitumen): অশোধিত খনিজ তেলের আংশিক পাতন
প্রক্রিয়ায় অবশিষ্টাংশকে বিটুমিন বলে। বিটুমিন এক প্রকার বাইন্ডার
Materials . রোড কন্সট্রাকশনে ৭০% বিটুমিন বাইন্ডিং
Materials হিসেবে ব্যবহৃত হয়।
অ্যাস্কাল্ট (Asphalt): অ্যাস্কাল্ট হলো বিটুমিন, Fine& Course Aggregate এর মিক্সার। তবে America তে অ্যাস্ফাল্ট ও বিটুমিন বলতে একই জিনিস বোঝায়।