ব্যাখ্যা: রেগুলেটরের মাধ্যমে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয় কারণ এ অবস্থায় বিদ্যুৎপ্রবাহ একই হয়।
193. ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে তা কী দিয়ে তৈরি হয়?
ব্যাখ্যা: সিলিকন চিপ হচ্ছে অর্ধপরিবাহী সিলিকনের জন্য তৈরি এক ধরনের চিপ, যা সংখ্যামান প্রদর্শনের জন্য ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে ডিসপ্লে করার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, LED ও LCD উন্নতমানের দুটি মনিটর।
ব্যাখ্যা: বিভিন্ন প্রকার প্যাপিলোমা ভাইরাস ক্যান্সার সৃষ্টিতে সহায়তা করে। ভাইরাসের দুটি জীন ই, ও ই, পোষকদেহে জীনের সাথে একীভূত হয়। ফলে কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুসমূহের কাজ বন্ধ করে দেয়। ফলে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়।