14. তুমি এতক্ষণ কী করেছ?- এ বাক্যে 'কী' কোন পদ?
বিশেষণ হলো যা বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। যেমন- ভালো, ছোট, গুণ, পাঁচটি ইত্যাদি। অব্যয় হলো যে পদের কোনো পরিবর্তন নেই। যেমন- এবং, কিংবা, কিন্তু, ইত্যাদি। সর্বনাম হলো যা বিশেষ্যের পরিবর্তে আসে। যেমন- আমি, তুমি, সে ইত্যাদি। ক্রিয়াপদ হলো যে পদ দ্বারা কার্যসম্পন্ন হয়। যেমন- করা, খাওয়া ইত্যাদি। সুতরাং, তুমি ও কী উভয়ই সর্বনাম।