Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
21. পৃথিবীর বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন কোন মহাদেশে অবস্থিত?
গ্রান্ড ক্যানিয়ন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অবস্থিত একটি গিরিখাত। এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে। এর বেশির ভাগ অংশই গ্রান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক-এর ভেতর পড়েছে, যা যুক্তরাষ্ট্রের প্রথম দিককার জাতীয় উদ্যান। এই গিরিখাতের দৈর্ঘ্য ২৭৭ মাইল (৪৪৬ কিমি)।
এশিয়া
উত্তর আমেরিকা
দক্ষিণ আমেরিকা
ইউরোপ
22. 'Doric Order' কারা বেশি ব্যবহার করেছিল?
বাইজেনটাইন
রোমান
জার্মান
গ্রীক
23. লালবাগ কেল্লা কোন স্থাপত্য শৈলীতে নির্মিত?
লালবাগ কেল্লা ১৬৭৮ সালে মুঘল সুবাদার মুহাম্মদ আজম শাহ কর্তৃক নির্মাণকাজ শুরু হয়। তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট হন। লালবাগ কেল্লা একটি অসমাপ্ত স্থাপনা।
আদি মুসলিম
সুলতানী
মোঘল
ব্রিটিশ
24. কম খরচের Floor Finish কোনটি?
মারবেল
মোজাইক
Cement concrete flooring
সিরামিক টাইলস
25. Which one is a similar word to 'levity'?
Levity শব্দের অর্থ অতি সরল, যা frivolity (চপলতা) এর সমার্থক শব্দ। lewdness অর্থ অশ্লীলতা, modesty অর্থ বিনয়, আর stupidity অর্থ মূর্খতা।
lewdness
frivolity
modesty
stupidity
26. রেঁনেসা আন্দোলন কোথায় শুরু হয়েছিল?
ফরাসি শব্দ রেনেসাঁস অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম। এককথায় নবজাগরণ বলতে ভাব-বিপ্লবকে বুঝায়। ফরাসি ঐতিহাসিক মিশেলে ১৮৫৫ সালে রেনেসাঁস শব্দটি প্রথম ব্যবহার করেন।
গ্রীস
রোম
ইতালী
ফ্রান্স
27. সাধারণ Apartment floor-এর উচ্চতা কত?
বিংশ শতাব্দীর শেষদিক হতে জমির দাম এবং জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সাধারণত Apartment Floor-এর উচ্চতা (বসতবাড়ি) ৯'-১০' রাখা হয়। তবে বাণিজ্যিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতাল ভবনে এটি আরো বেশি হতে পারে।
12'
11'
10'
8'-6'
28. প্রাচুর্য' এর প্রকৃতি ও প্রত্যয়-
প্রচুর + য্য
প্রচুর+ অ
প্রচুর + য
প্রচুর + য্য
29. সাধারণ জানালার Sill-এর উচ্চতা কত?
সাধারণত জানালার সিলের উচ্চতা ৩ ফিট রাখা হয়। তবে আর্কিটেকচারাল কারণে বর্তমানে ফ্লোর হতে ৬"-৯" উপরে অথবা নিরাপত্তার জন্য ৩০" থেকে ৪৮" উচ্চতা পর্যন্ত সিল রাখা হয়।
৩' উচ্চতা
২'-৬" উচ্চতা
১' উচ্চতা
৪' উচ্চতা
30. ইট কোন দেশের প্রধান নির্মাণ উপকরণ?
অস্ট্রেলিয়া
ইতালী
বাংলাদেশ
নাগাসিটি
31. প্রচুর বৃষ্টিপাতের ফলে গৃহের ছাদ হতে হবে-
প্রচুর বৃষ্টিপাত এলাকায় গৃহে ঢালু ছাদ দেওয়া উচিত। ঢাল সাধারণত ১০০ এর বেশি হওয়া উচিত।
সমতল
ঢালু
ডোম আকৃতির
ভল্ট ছাদ
32. ঢাকার আর্ট কলেজের (Institute) স্থপতি কে?
শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে কয়েকজন বিশিষ্ট শিল্পীর প্রচেষ্টায় ১৯৪৮ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে ১৯৮৩ সালে। ২০০৮ সালে চারুকলা অনুষদ হিসেবে এর পথ চলা শুরু হয়।
রবিউল হুসাইন
মাজহারুল ইসলাম
রফিক আজম
সামসুল ওয়ারেস
33. নালন্দা মহাবিহার কী?
নালন্দা একটি খ্যাতনামা মহাবিহার। এটি বিহারের রাজধানী পাটনা শহরের ৯৫ কিমি দক্ষিণপূর্বে এবং বিহার শরিফ শহরের কাছে অবস্থিত। খ্রিষ্টীয় ৭ম শতাব্দী থেকে আনুমানিক ১২০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত নালন্দা মহাবিহার ছিল ভারতের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
বিখ্যাত বাজার
হাসপাতাল
কমিউনিটি সেন্টার
প্রাচীন শিক্ষাকেন্দ্র বা বিশ্ববিদ্যালয়
34. "Less is more" এটি কোন স্থপতির দর্শন?
Frank Lloyd Wright
Mies Van Der Rohe
Mahjharul Islam
Richard Vrooman
35. স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
স্বাধীন বাংলাদেশকে স্বীকৃত প্রদানকারী প্রথম দেশ ভুটান। দ্বিতীয় দেশ ভারত।
নেপাল
ভুটান
ভারত
সোভিয়েট রাশিয়া
36. নিচের কোনটি বাফার স্টেট?
বাফার স্টেট হচ্ছে এমন একটি দেশ, যেটি আয়তনে ছোট কিন্তু দুটি দেশের মাঝে বিদ্যমান এবং দুই দেশের নিরপেক্ষ সীমা নির্দেশ করে।
পাকিস্তান
আফগানিস্তান
বেলজিয়াম
ফ্রান্স
37. ৮৫। সাধারণ দরজার উচ্চতা কত?
৮' উচ্চতা
৭' উচ্চতা
৬'-৬" উচ্চতা
৫'-৬" উচ্চতা
38. ২৩। ৭ই মার্চের পটভূমিতে রচিত কবিতা-
'বাতাসে লাশের গন্ধ'- রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো'- নির্মলেন্দু গুণ
'বুক তার বাংলাদেশের হৃদয়'- শামসুর রাহমান
'আমার পরিচয়'- সৈয়দ শামসুল হক
39. বন্যায় গৃহ রক্ষা করতে কী বাড়াতে হবে?
ছাঁদ উচু করতে হবে
ঘরের প্লিন্থের (Plinth) উচ্চতা বাড়াতে হবে
দেয়ালের উচ্চতা বাড়াতে হবে
জানালার উচ্চতা বাড়াতে হবে
40. বাংলাদেশে 'Mud Architecture' কোথায় বেশি দেখা যায়?
মাটির ঘর অথবা Mud Architecture বাংলাদেশের উত্তর- পশ্চিমাঞ্চলে বেশি দেখা যায়। বাংলাদেশের রংপুর এবং রাজশাহীর অংশ নিয়ে উত্তর-পশ্চিমাঞ্চল গঠিত।
উত্তরবঙ্গে
পাহাড়ী এলাকায়
কোস্টাল এলাকায়
হাওড় এলাকায়