22. which of the following is the purest form of Iron?
তথ্য: পেটা লোহা (wrought iron) লোহার বিশুদ্ধতম রূপ। এটি ঢালাই লোহার (২.১% থেকে ৪%) বিপরীতে খুব কম কার্বন (০.০৮% এর কম) সামগ্রী সহ লোহার সংকর ধাতু।ইম্পাত লোহা এবং অন্যান্য উপাদানের একটি সংকর, প্রাথমিকভাবে কার্বন। পিগ আয়রনে খুব বেশি কার্বন উপাদান থাকে, সাধারনত ৩.৫-৪.৫%।