2575. এয়ার লক কোন ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে ঘটে?
এয়ার লক: ফুয়েল লাইনে বাতাস প্রবেশ করে ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে এয়ার লক বলে। আর এই এয়ার লক ডিজেল ইঞ্জিনের মধ্যে সংঘটিত হয়।
কারণ: ফুয়েল লাইনে লিক, জ্যাঙ্কের তেলে এয়ার বাবল থাকা, ট্যাঙ্কের তেলের লেভেল যদি বেশি নিচে নেমে যায় তাহলে ডিজেল ইঞ্জিনে এয়ার লক হয়।
ভেপার লক: ফুয়েল লাইনে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্পের চাপের ফলে ফুয়েল সরবরাহ বন্ধ হওয়াকে ভেপার লক বলে।
ব্রেক ব্লিডিং: এটি একটি সিস্টেম, যার মাধ্যমে ব্রেক-এর মধ্য থেকে বায়ুর বুদবুদগুলো পরিষ্কার করা হয়।