2659. যে সিস্টেমে তাপ, কাজ ও ভর ইত্যাদি সীমানা অতিক্রম করতে পারে, তাকে কী বলে?
(ক) ওপেন সিস্টেমঃ তাপ, কাজ ও ভর সীমানা অতিক্রম করে। যেমন- বয়লার, এয়ার কম্প্রেসর, টারবাইন ইত্যাদি ওপেন সিস্টেমের উদাহরণ।
(খ) ক্লোজড সিস্টেমঃ তাপ ও কাজ সীমানা অতিক্রম করে। যেমন- পিস্টনের মধ্যে গ্যাস হচ্ছে ক্লোজড সিস্টেমের উদাহরণ।
(গ) আইসোলেটেড সিস্টেম: তাপ, কাজ ও ভর কোনোটিই সীমানা অতিক্রম করে না। যেমন- ইউনিভার্স হচ্ছে আইসোলেটেড সিস্টেমের উদাহরণ।