Image

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1061. পিক লোড প্লান্টের লোড ফ্যাক্টর বেস লোড প্লান্টের -
সমান
অর্ধেক
বেশি
কম
1062. বেস লোড প্লান্টের উদাহরণ কোনটি?
রান অফ রিভার প্লান্ট
পাম্পড স্টোরেজ প্লান্ট
লো-হেড প্লান্ট
উচ্চ হেড প্লান্ট
1063. স্টিম টারবাইনে স্টিমের চাপ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় কোনটি?
গভর্নর চাকা
চাকা
নজল
ভালভ
1064. গ্যাস টারবাইন কেন্দ্রে দহন প্রকোষ্ঠে বাতাস ও জ্বালানির অনুপাত কত?
In the combustor of gas turbine, the compress air is ducted to the combustion chamber directly from the compressor. The overall air fuel ratio is higher than in reciprocating engines and it could be high as 100:1 to 200:1. In normal running condition, it is 145:1
120:1
80:1
145:1
90 81
1065. যদি কোনো জ্বালানির মিশ্রণে 65% iso-octane 35% n-heptane থাকে তবে ঐ মিশ্রণের-
কোনো জ্বালানির Iso-octane এবং n-heptane-এর শতকরা মিশ্রণের যতভাগ Iso-octime থাকে, তাকে ঐ জ্বালানির অকটেন নম্বর বলে। অর্থাৎ, অকটেন নম্বর 85 বলতে বুঝায়, এই ফুয়েলে আয়তনের দিক হতে 85% আইসো-অকটেন এবং 15% নরমাল হেপটেন আছে। উপরোক্ত প্রশ্নে 65% Ino-octane আছে, সুতরাং অকটেন (Octane) নম্বর = 65।
সিটেন (Cetane) নম্বর = ৩৫
অকটেন (Octane) নম্বর = ৬৫
অকটেন নম্বর =৩৫
সি টেন নম্বর = ৬৫
1066. ইম্পালস্ টারবাইনের ব্লেড থাকে কোন দিকে?
চাকার ভিতর দিকে
চাকার বাইরের দিকে
চাকার চারদিকে
কোনোটিই নয়
1067. Environment friendliness বিবেচনায় সর্বোত্তম জ্বালানি কোনটি?
হাইড্রোজেন জ্বালানি প্রচলিত জীবাশ্য জ্বালানির পরিবেশবান্ধব বিকল্প হিসাবে ব্যাপকভাবে চিহ্নিত করা হয়েছে। আণবিক হাইড্রোজেনকে জারিত করলে একমাত্র প্রত্যক্ষ উপজাত পানি (H₂O) পাওয়া যায়, যার অর্থ হাইড্রোজেন জ্বালানি পরিবেশ দূষণ রোধ ও মানব সৃষ্ট গ্রিনহাউস গ্যাসকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে।
কাঠ
মিথেন
কেরোসিন
হাইড্রোজেন
1068. কোনটিকে প্যাকেজ প্লান্ট বলা হয়?
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র
আণবিক বিদ্যুৎ কেন্দ্র
সিম প্লান্ট
ডিজেল প্লান্ট
1070. বেস লোড প্লান্টের লোড ফ্যাক্টরের মান-
কম
বেশি
শূন্য
মাঝামাঝি
1071. ফিডওয়াটার হিটার সাধারণত নিম্নের কোন সাইকেলে ব্যবহার করা হয়?
রিজেনারেটিভ সাইকেল
বাইনারি সাইকেল
টপিং সাইকেল
রিহিট সাইকেল
1072. গ্যাস টারবাইন প্লান্ট কী কারণে সন্তোষজনক।
পিক লোড প্লান্ট হিসেবে
বেস লোড প্লান্ট হিসেবে
সেন্ট্রাল স্টেশন হিসেবে
সাময়িক রানিং প্লান্ট হিসেবে
1073. গ্যাস টারবাইনের ব্লেড কী দিয়ে তৈরি?
কাস্ট আয়রনের
ইস্পাতের
হাই-স্পিড স্টিল
স্টিল অ্যালয়
1074. বাংলাদেশের প্রেক্ষিতে কোন ধরনের প্লান্ট নির্বাচন যুক্তিযুক্ত?
ডিজেল বিদ্যুৎ কেন্দ্র
গ্যাস টারবাইন বিদ্যুৎ কেন্দ্র
তাপবিদ্যুৎ কেন্দ্র
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
1075. পিক লোড প্লান্টের উদাহরণ কোনটি?
লো-হেড প্লান্ট
উচ্চ হেডের প্লান্ট
হিলি এলাকার প্লান্ট
পাম্পড স্টোরেজ প্লান্ট
1076. ফ্লু গ্যাস হলো-
একপ্রকার জ্বালানি
একপ্রকার জ্বালানি নয়
একপ্রকার গ্যাস
গরম ধোঁয়া
1077. গ্যাস টারবাইনে ব্যবহৃত সাইকেল কোনটি?
গ্যাস টারবাইন খোলা অথবা বন্ধ সাইকেলে চলতে পারে। তবে অধিকাংশ গ্যাস টারবাইন খোলা সাইকেলে চলে এবং টারবাইন চালানোর পর পোড়া গ্যাস বায়ুমণ্ডলে ছেড়ে দেওয়া হয়। এতে বাতাস ও জ্বালানির মিশ্রণের অনুপাত প্রায় ৬০:১ হয়। গ্যাস টারবাইনের জন্য আদর্শ সাইকেল হলো ব্রেটন সাইকেল বা জ্বল সাইকেল। এটি বন্ধ প্রকৃতির সাইকেল, যা ধ্রুব আপেক্ষিক তাপ আদর্শ গ্যাসকে কার্যকরী মাধ্যম হিসাবে ব্যবহার করে।
অটো সাইকেল
ব্রেটোন সাইকেল
কার্নোট সাইকেল
র্‌্যাকিং সাইকেল
1078. স্টিম টারবাইনের প্রধান অংশ কোনটি?
স্টিম টারবাইনের প্রধান প্রধান অংশসমূহ- (ক) রোটর, (খ) বিয়ারিং, (গ) কেসিং ও (ঘ) স্টিম কন্ট্রোলিং বা গভর্নিং ইউনিট ইত্যাদি।
কেসিং
সিল
রোটর
রেড
1079. বর্তমান বিশ্বে প্রাইম মুভার হিসেবে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে কোনটি?
স্টিম টারবাইন
গ্যাস টারবাইন
ডিজেল ইঞ্জিন
স্টিম ইঞ্জিন
1080. গ্যাস টারবাইনের দক্ষতা বৃদ্ধি করা যায় কীভাবে?
গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করে
গতি বৃদ্ধি করে
বহিঃনির্গত গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করে
কম্প্রেশনের অনুপাত কমিয়ে